1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাসিনো নিয়ে কত দূর যেতে পারবে দুদক?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ ডিসেম্বর ২০১৯

দুদকের মামলায় সাজার হার বেড়েছে৷ পাচার হওয়া কিছু টাকাও উদ্ধার হয়েছে৷ কিন্তু প্রভাবশালী দুর্নীতিবাজদের কতজনকে আইনের আওতায় আনতে পারছে দুদক? বিশেষ করে ক্যাসিনোবিরোধী মামলায় দুদক কতদূর যেতে পারবে সেই প্রশ্ন এখন সামনে এসেছে৷

https://p.dw.com/p/3V1UV
Bangladesch Aktion gegen illegale Casinos in Dhaka
ছবি: bdnews24.com/A. Al Momin

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দুদকও মামলা শুরু করে৷ এ পর্যন্ত  ২২ জনের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুদক৷ তাদের সম্পদেরও অনুসন্ধান করছে৷ এখন পর্যন্ত যারা দৃশ্যমান তাদের নিয়েই অনুসন্ধান চলছে৷ কিন্তু আটকদের জিজ্ঞাসাবাদে যাদের নাম আসছে তাদের নিয়ে দুদকের আপাতত কোনো তৎপরতা দেখা যাচ্ছে না৷ দুদকের সূত্র জানায়, তাদের তথ্যগুলো নথিভুক্ত করে রাখা হবে৷ ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন কাজে লাগানো হবে৷

ক্যাসিনো দুর্নীতির সর্বশেষ মামলাটি হয়েছে বুধবার৷ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমীন পারভীনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে পাঁচ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে৷

মোজাম্মেল হক খান

কিন্তু ক্যাসিনোবিরোধী অভিযানের সময় যেসব এমপি এবং যুবলীগ ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম এসেছে তাদের এখনো জিজ্ঞাসাবাদের আওতায়ই আনা হয়নি, মামলাতো দূরের কথা৷ যদিও দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ক্যাসিনোর সঙ্গে জড়িত ১৮৭ জনের  নামের কথা বলেছেন৷ কিন্তু তাদের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি৷

দুদক এপর্যন্ত জিকে শামীমের ২৪৭ কোটি টাকা, খালেদের ৭৫ কোটি টাকা এবং  লোকমানের ৩০০ কোটি টাকার সম্পদের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে৷ আর সম্রাটের দেশে তেমন কিছু না পেলেও দেশের বাইরে ১০০ কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে৷ তবে সেটা উদ্ধার কি প্রক্রিয়ায় হবে তা নিয়ে সংশয়ে আছে দুদক৷ আর অন্য মামলাগুলোর সম্পদের অনুসন্ধান এখানো চলছে

দুদক সূত্র দাবি করেছে, ক্যাসিনো বিষয়ে কমপক্ষে একশ' মামলা হবে৷ কিন্তু সেই মামলাার আসামিরা কোন পর্যায়ে হবে তা স্পষ্ট করা হচ্ছে না৷ দুদক চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ নিয়ে তার কোনো মন্তব্য জানা যায়নি৷ তবে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘‘এখনো অনুসন্ধান শেষ হয়নি৷ তাই ঠিক এখনই বলা যাচ্ছে না যে কত জনের বিরুদ্ধে মামলা হবে৷ আমরা তথ্য প্রমাণে যতজনকে পাই সবার বিরুদ্ধেই মামলা হবে৷ এটা একটা চলমান প্রক্রিয়া৷ শেষ হয়েছে তা বলা যাবে না৷''

আর দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, ‘‘দুদকের তদন্ত প্রক্রিয়ায় দুর্বলতা আছে৷ নিজস্ব উপায়ে তথ্য সংগ্রহের চেয়ে সংবাদমাধ্যম ও নাগরিকদের অভিযোগের ওপর নির্ভরশীল৷ আর প্রাথমিক পর্যায়েই অনেক তথ্য বাইরে গেলে পরে তা নিয়ে কথা হয়৷ তাই আগে তথ্য নিশ্চিত হওয়া প্রয়োজন৷''

দুদকের দুর্নীতির মামলায় সাজার হার বেড়েছে বলে সম্প্রতি দাবি করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ৷ তার দেয়া তথ্য মতে দুদকের মামলায় সাজার হার এখন ৬৮ শতাংশ৷ ২০১১ সালে এটা ছিলো ২০ ভাগ৷ চলতি বছরের ১১ মাসে ৪৩৫টি মামলা করেছে৷ এই সময়ে  চার্জশিট দিয়েছে ৪০০ মামলায়৷

মইদুল ইসলাম

দুদক জানায়, গত সাড়ে তিন বছরে তাদের অনুসন্ধান কার্যক্রম ও মামলায় এক হাজার ২৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর মধ্যে তারা নিজেরাই গ্রেপ্তার করেছে ৮১৬ জনকে৷

এই সময়ে ব্যাংক খাতে লোপাট হওয়া প্রায় ১৫ হাজার কোটি টাকা ফেরত এসেছে বলে দুদকের দাবি৷ তবে ২০১১ সালের তুলনা করলে দুদকের মামলা কমছে৷ ওই বছর মোট মামলা হয়েছিল ৫৩৫টি৷

দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘‘আমরা এখন অভিযোগ ভালেভাবে যাচাই বাছাই করছি৷ আদালতে যে মামলা প্রমাণ করা যাবে না সেই মামলা নিয়ে আমরা এগোচ্ছি না৷ ফলে মামলা কমলেও সাজার হার বেড়েছে৷''

কিন্তু দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, ‘‘দুদকের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে মাত্র ৩০ ভাগ ঘটনায় শেষ পর্যন্ত দুদক মামলা করে৷ ৭০ ভাগই অনুসন্ধান পর্যায়ে শেষ হয়ে যায়৷ এটা দেখা দরকার৷ এটা কী অনুসন্ধানের অদক্ষতা না অন্য কোনো কারণে হয় তা দেখতে হবে৷ কারণ এর পিছনে জনবল ও অর্থ খরচ হয়৷ তাই অনুসন্ধান শুরুর আগেই অভিযোগ গুলোর ব্যাাপরে প্রাথমিক নিশ্চিত তথ্য থাকতে হবে৷''

তিনি বলেন, ‘‘আমার মনে হয় তাদের নিজস্ব তথ্য অনুসন্ধান ক্ষমতা বাড়াতে হবে৷ তা করা হলে  অনেক অভিযোগ আর দুই বছর ধরে তদন্ত করতে হবে না৷''