1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লাব ভাঙচুরের অভিযোগ উদ্দেশ্যমূলক বলে দাবি পরীমনির

১৭ জুন ২০২১

পরীমনির বিরুদ্ধে গুলশানের একটি ক্লাব ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ চিত্রনায়িকা এই অভিযোগকে উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন৷

https://p.dw.com/p/3v4Y2
পরীমনি
ফাইল ছবিছবি: bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী গুলশানের অল কমিউনিটি ক্লাবে যে অভিযোগ তুলেছে, তার তদন্ত চেয়ে পরীমনি বলেছেন, তাতেও ‘আসল সত্য’ বেরিয়ে আসবে৷

পরীমনির মামলায় তুমুল আলোচনার মধ্যে ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রেপ্তার হওয়ার দুদিন বাদে বুধবার অল কমিউনিটি ক্লাবের সভাপতি, ব্যবসায়ী কে এম আলমগীর ইকবাল অভিযোগ করেন, গত ৭ জুন মধ্যরাতে পরীমনি ও তার সঙ্গীরা ক্লাবে এসে হাঙ্গামা বাঁধিয়েছিলেন৷

এরপর রাতে বনানীতে নিজের বাসায় পরীমনি সাংবাদিকদের সামনে এসে বলেন, ‘‘মূল ঘটনাকে অন্য দিকে ফোকাস করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এমন অভিযোগ করা হচ্ছে৷ প্লিজ সবাই আমার পাশে থাকুন৷ আমি মনোবল হারাতে চাই না৷’’ এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, তার বিরুদ্ধে ‘চক্রান্ত’ চলছে৷

সিসি টিভির ফুটেজে পরীমনির সঙ্গে তার সাবেক বাগদত্তা সাংবাদিক তামিম হাসান ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও আরেক নারীকে ক্লাবে ঢুকতে দেখা গেছে৷

পরীমনি বলেন, ‘‘ক্লাবে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটিয়েই থাকি, তাহলে সেটা কেন আট দিন পর আসল? তারা তো আমার মতো ভিক্টিম হননি৷ তাদের তো কোনো বাধা ছিল না, সাথে সাথে কমপ্লেইন করতে পারতেন৷’’ অল কমিউনিটি ক্লাবে পরীমনি যাওয়ার পরদিনই রাতে উত্তরার পাশে বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তিনি গিয়ে ‘আক্রান্ত’ হয়েছিলেন৷

চার দিন পর তিনি ফেইসবুকে অভিযোগ জানান যে, ওই ক্লাবে তিনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন৷ পরে তিনি সংবাদ সম্মেলন করলে তা নিয়ে তোলপাড় শুরু হয়৷ একদিন পরে পরিমনি মামলা করলে ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করা হয়৷ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তুহিন সিদ্দিকী অমিকে, যিনি তাকে ক্লাবে নিয়ে গিয়েছিলেন৷

পরীমনি বলেন, ‘‘আমি চার দিন কিন্তু বসে থাকিনি, সবাইকে জানানোর চেষ্টা করেছি৷ আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে উনারা (কমিউনিটি ক্লাব) কী করেছেন? তারা কেন চুপ করে ছিলেন?

‘‘আমি যখন কমপ্লেইন করলাম, বিষয়টা সবার সামনে আনলাম, তখন কেন তারা আমার বিরুদ্ধে লাগছে? এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে৷বিষয়টি নিয়ে যেহেতু কথা উঠেছে সেহেতু তদন্ত হোক৷ আসল ঘটনা উঠে আসুক৷’’

পরীমনি বলেন, ‘‘যারা অ্যারেস্ট হয়েছেন তাদের বিরুদ্ধে আমার পক্ষে আইনি লড়াইয়ে কে থাকবেন, তা এখনও ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছি না৷ সেখানে আমাকেই উল্টা ব্লেইম করা হচ্ছে৷’’

‘‘অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই৷ আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে৷ একদিন আর, দুই দিন পরে হোক, সত্যি ঘটনাটা সবার সামনে আসবেই৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য