1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চাইলেন মিশরের প্রধানমন্ত্রী, সাংবাদিকদের উপর হামলা

৩ ফেব্রুয়ারি ২০১১

বৃহস্পতিবারও মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে মুবারক-বিরোধীদের সংঘর্ষ চলছে৷ এদিকে হিংসার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী আহমেদ শফিক৷

https://p.dw.com/p/10AG5
হিংসাত্মক ঘটনার শিকার অনেকেইছবি: dapd

মিশরের নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিক কায়রোর কেন্দ্রস্থলে হিংসাত্মক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন৷ বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারই শান্তিপূর্ণ বিক্ষোভ বানচাল করতে হিংসায় মদত দিয়ে চলেছে৷ সামরিক বাহিনী মুবারকের সমর্থকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়ে৷

শুধু মুবারক-বিরোধী বিক্ষোভকারী নয় – উপস্থিত সাংবাদিকদের কাজে বাধা দিয়ে তাদের হুমকি ও ভয় দেখানোর ঘটনাও ঘটছে৷ বুধবার ও বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকরা তাদের উপর হামলার একাধিক ঘটনার কথা জানিয়েছেন৷ প্রেসিডেন্ট হোসনি মুবারকের অনুগামীরাই ভয় দেখানোর চেষ্টা করছে বলে সাংবাদিকদের দাবি৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই সব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ বিশ্বের অনেক দেশ সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে৷

NO FLASH Ägypten Unruhen Ministerpräsident Ahmed Schafik
মিশরের নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিকছবি: picture-alliance/dpa

দেশের বর্তমান অরাজকতা কাটাতে রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো সন্দেহ না থাকলেও এর খুঁটিনাটি বিষয় নিয়ে জটিলতা রয়েছে৷ প্রধানমন্ত্রী আহমেদ শফিক বলেছেন, এমনকি নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড সহ সব রাজনৈতিক শক্তির সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত তাঁর সরকার৷ গণতান্ত্রিক আন্দোলনের তরুণ প্রতিনিধিরা অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, মুবারক পদত্যাগ না করলে সরকারের সঙ্গে কোনোরকম সংলাপ সম্ভব নয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য