1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষুদে বার্তা যায়নি, তবুও সেটা মানছে আদালত!

১২ অক্টোবর ২০১৭

আত্মহত্যার আগে নিজের সহায় সম্পত্তির কী হবে তা মুঠোফোনে ক্ষুদে বার্তায় লিখে ভাইয়ের কাছে পাঠাতে চেয়েছিলেন এক ব্যক্তি৷ কিন্তু কোন কারণে সেই বার্তা ‘সেন্ট’ হয়নি৷ তবুও আদালত সেই ব্যক্তির বার্তাকেই গ্রহণ করেছে ‘উইল’ হিসেবে৷

https://p.dw.com/p/2lgeC
Mann mit Smartphone
ছবি: Colourbox

নিজের সহায় সম্পদ স্ত্রী কিংবা সন্তানকে নয় বরং নিজের ভাইকে দিয়ে যেতে চেয়েছিলেন আত্মহত্যা করা ব্যক্তি৷ মুঠোফোনে লেখা বার্তায় সেটাই উল্লেখ করেছিলেন তিনি৷ কিন্তু তাঁর প্রাক্তন স্ত্রী তা মানতে চাননি, কেননা মুঠোফোনে লেখা বার্তাটি কাঙ্খিত গ্রাহকের কাছে যায়নি, অর্থাৎ ‘সেন্ট' হয়নি৷ কিন্তু ব্রিসবনের আদালত জানিয়েছে, মৃত ব্যক্তির শেষ ইচ্ছা অনুযায়ীই তাঁর সম্পদের মালিক হবেন তাঁর ভাই এবং ভাইপো৷

৫৫-বছর-বয়সি ব্যক্তির নাম জানায়নি সংবাদমাধ্যম৷ তবে চলতি মাসেই আত্মহত্যা করেন তিনি৷ আর আত্মহত্যার আগে টাইপ করা ক্ষুদে বার্তাকে ‘উইল' হিসেবে গ্রহণ করা প্রসঙ্গে ব্রিসবনের সুপ্রিমকোর্টের বিচারক সুশান ব্রাউন বলেন, ‘‘অনানুষ্ঠানিক ধরনের লেখা হলেও তাতে মৃতব্যক্তি তাঁর ইচ্ছার কথা জানাতে পেরেছেন৷'' 

মুঠোফোনে বার্তাটি নিজের ভাই এবং ভাইপোকে উদ্দেশ্য করে লিখেছিলেন মৃত ব্যক্তি৷ ‘‘আমার যা কিছু আছে, বাড়ি এবং অবসর ভাতা, তোমরা নিয়ে যেও৷ আর আমার ছাই বাড়ির পেছনের বাগানে পুতে রেখ,'' লেখা হয়েছিল ক্ষুদে বার্তায়৷ পাশাপাশি তাঁর স্ত্রী যাতে বাড়িতে থাকা নিজের জিনিসপত্র নিয়ে যায় সেটাও উল্লেখ করেছিলেন তিনি৷ আরো জানিয়েছিলেন, বসার ঘরের টিভির পেছনে এবং ব্যাংকে কিছু টাকা রেখে যাওয়ার কথা৷

ক্ষুদে বার্তাটির শেষে ‘মাই উইল' লিখে হাসির ইমোজি দিয়ে শেষ করেন আত্মহত্যা করা ব্যক্তি৷ তবে বার্তাটি শেষ অবধি কাঙ্খিত ব্যক্তিদের কাছে পৌঁছায়নি৷ বরং ফোনেই খসড়া আকারে থেকে যায়৷ এমন ‘উইল' তাই আদালতে বিবেচনা করা উচিত হবে না বলে দাবি করেন মৃতের সন্তান এবং প্রাক্তন স্ত্রী৷ তাঁরা দাবি করেন, যেহেতু বার্তাটি কারো কাছে পাঠানো হয়নি, তার অর্থ হচ্ছে মৃত ব্যক্তি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না৷ আদালত অবশ্য এই দাবি গ্রহণ করেনি৷

আদালত জানিয়েছে, সন্তানের সঙ্গে সেই ব্যক্তির কোন প্রকৃত সম্পর্ক ছিল না৷ আর প্রাক্তন স্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না, যদিও একসময় তারা চমৎকার সময় কাটিয়েছিলেন৷ তবে সেই ব্যক্তি তাঁর স্ত্রী এবং সন্তানের জন্য কোন কিছু রেখে না গেলেও পারিবারিক আইনের আওতায় তারা সম্পদের কিছু অংশ দাবি করতে পারে বলে জানিয়েছে আদালত৷

এআই/জেডএইচ (এএফপি)