1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়লাকে টপকে গেল নবায়নযোগ্য জ্বালানি

২৮ জুলাই ২০১৯

চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানিতে প্রথমবারের মতো কয়লা ও আণবিক শক্তির চেয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷ এই সময়ে সূর্যের আলো ও বাতাস বেশি থাকায় এটি সম্ভব হয়েছে৷

https://p.dw.com/p/3Mqc9
Deutschland Proteste gegen Braunkohle am Kraftwerk Lippendorf
ছবি: imago/T. Wagner

এছাড়া কার্বন ডাই-অক্সাইডের দাম বেড়ে যাওয়ায় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে৷

ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর সোলার এনার্জি সিস্টেমস জানিয়েছে, প্রথম ছয় মাসে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে ৪৭.৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷ আর কয়লা ও আণবিক শক্তি দিয়ে হয়েছে ৪৩.৪ শতাংশ৷

এছাড়া গ্যাস দিয়ে ৯.৩ শতাংশ এবং তেলসহ অন্যান্য উৎস থেকে ০.৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সূর্যালোক ও বাতাস  ছাড়াও আছে পানি ও বায়োমাস৷

আগোরা এনার্গিভেন্ডের ফাবিয়ান হাইন বলছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে বাতাস বেশি থাকায় বায়ুবিদ্যুৎ উৎপাদন বেড়েছে৷ ২০১৮ সালের প্রথম ছয় মাসের তুলনায় এবার প্রায় ২০ শতাংশ বায়ুবিদ্যুৎ বেশি উৎপাদিত হয়েছে৷

এছাড়া সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ছয় শতাংশ৷ আর প্রাকৃতিক গ্যাস দিয়ে উৎপাদন বেড়েছে দশ শতাংশ৷

এই সময়ে আণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের  পরিমাণ একই ছিল৷ তবে কমেছে কয়লা থেকে উৎপাদন৷

বিশেষজ্ঞরা বলছেন, কার্বন ডাই-অক্সাইডের দাম বেড়ে যাওয়ায় কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে যে কার্বন ডাই-অক্সাইডের দাম পাঁচ ডলার ছিল, তার দাম গত জুনে ছিল ২৬ ডলারের বেশি৷

ইউরোপীয় পর্যায়ে কার্বন ডাই-অক্সাইডের দাম নির্ধারণ করা হয়৷

এলিসা মিবাখ/জেডএইচ