1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে দুর্নীতি

৯ মার্চ ২০১২

খনি মাফিয়াদের অবৈধ খনি সম্পদ পাচার রুখতে গিয়ে খুন হলেন তরুণ পুলিশ অফিসার নরেন্দ্র কুমার সিং৷ এই হত্যার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই'কে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল৷

https://p.dw.com/p/14IFs
** ADVANCE FOR USE SUNDAY, FEB. 13, 2011 AND THEREAFTER ** In this Friday, Jan. 7, 2011, laborers carry baskets of coal scavenged illegally at an open-cast mine in the village of Bokapahari in the eastern Indian state of Jharkhand where a community of coal scavengers live and work. (ddp images/AP Photo/Kevin Frayer)
Indien Frauen in Kohlenbergbau in Jharkhandছবি: dapd

সততা ও কর্তব্যনিষ্ঠার পুরস্কার মৃত্যু৷ মধ্যপ্রদেশের তরুণ পুলিশ অফিসার নরেন্দ্র কুমার সিং-এর জীবনে সেটাই ঘটলো৷ এই নৃশংস হত্যার ঘটনায় ধিক্কার জানিয়েছে সর্বস্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল৷ তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে৷ নিহত অফিসারের পরিবারের হয়ে তাঁর পিতা চেয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই'এর তদন্ত৷ অভিযোগের আঙ্গুল শাসক দল বিজেপি'র দিকে৷

মধ্যপ্রদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর অভিযোগ, বিজেপি-শাসিত রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রভাবশালী ব্যক্তি থেকে আরম্ভ কোরে তৃণমূল স্তরের কর্মীরা পর্যন্ত অবৈধ মাইনিং-এর কাজে জড়িত৷ খনি মাফিয়াদের সঙ্গে তাঁদের যোগসাজস আছে৷ বিরাট মাফিয়া চক্র নাকি সক্রিয় রাজ্যে৷

Digvijay Singh, former Chief Minister of Madhya Pradesh is addressing the protestors, who are demanding proper compensation of their land acquired for Yamuna Express Way in Aligarh on Friday (20.8.2010). // Der ehemalige Ministerpräsident des indischen Bundesstaates Madhya Pradesh, der Politiker Digvijay Singh von der Kongresspartei im Gespräch mit Protestern, die eine Entschädigung für einen Autobahnbau nahe der indischen Stadt Aligarh verlangen.
মধ্যপ্রদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংছবি: UNI

এছাড়া, ঐ এলাকা বালি ও পাথরের জন্য বিখ্যাত৷ অথচ তারপরেও, রাজ্যের খনিজ সম্পদ নিলামের ব্যবস্থা করা হয়নি কেন? - তদন্তে সেটাও জানতে চাওয়া হবে৷ ‘‘বিজেপির দুর্নীতি দমনের এই তো নমুনা৷ কর্নাটকে দেখেছি, এখন দেখছি মধ্যপ্রদেশে'', বলেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি৷

সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি মনে করেন, এর পেছনে কিছু একটা আছে৷ সংবিধান অনুসারে এরজন্য দায়ী রাজ্য সরকার৷ উত্তরটা তাদেরকেই দিতে হবে৷ প্রকাশ্যে আনতে হবে নেপথ্য কাহিনী৷

ওদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, তাঁর সরকারকে হেয় করার জন্য মাফিয়া ইস্যু নিয়ে অযথা হৈচৈ করা হচ্ছে৷ তিনি জানান, সরকার নিহত অফিসারের পরিবারের পাশে আছে৷ প্রয়োজনীয় সবকিছু করা হবে ৷

সংযুক্ত জনতা দলের শীর্ষ নেতা শারদ যাদব অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, অবৈধ খননের ইস্যু তোলা হয়েছিল আগেই৷ অথচ বিজেপি বা কংগ্রেস সেদিকে কান না দিয়ে রাজ্যের প্রকৃতিক সম্পদ লুটেপুটে খাচ্ছে৷

সাধারণ মানুষের বক্তব্য, রাজ্যে বালি ও পাথর খনিতে মাফিয়ারাজ অনেকদিন ধরেই চলছে৷ প্রশাসন ব্যবস্থা নিতে গেলে ওপরতলা থেকে চাপ আসতে থাকে৷ আর ব্যবস্থা নিতে গেলেই তাঁদের পায়ে বেড়ি পরানো হয়৷

উল্লেখ্য, গতকাল মধ্যপ্রদেশের বানমোর শহরের অদূরে টহল দেবার সময় খনি মাফিয়াদের পাথর বোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলিকে রাস্তায় নেমে আটকাবার চেষ্টা করেন তরুণ আইপিএস অফিসার নরেন্দ্র কুমার সিং৷ কিন্তু ট্রাক্টর চালক না থেমে ঐ অফিসারকে ট্রাক্টরে পিষে দিয়ে চলে যায়৷ চালককে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ