খরায় শুকানো নদী, জলশূন্য হ্রদ
কোথাও নদী শুকিয়ে মরুভূমি, কোথাও হারিয়ে গেছে হ্রদ, ইয়ট ভাসছে বালুভূমির উপরে৷ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে খরায় পুড়ে যাওয়া বিভিন্ন দেশের জলাশয়ের এমন কিছু পরিণতি দেখুন ছবিঘরে৷
জলের স্কেল
যুক্তরাষ্ট্রের নেভাদায় লাস ভেগাসের কাছে অবস্থিত মিড হ্রদের ছবি এটি৷ এই জলাশয়ে পানির স্তর কতটা নেমেছে তা রং দেখেই অনুমান করে নেয়া যেতে পারে৷
ইয়ট ভাসছে বালুতে
কতটা ভয়াবহ খরার মধ্য দিয়ে যাচ্ছে মেক্সিকো, গত মার্চে তোলা এই ছবি তার নমুনা৷ দেশটির ‘লা বোকা’ বাঁধে জলাশয় পুরোটা শুকিয়ে গেছে৷ সেখানে ইয়টের বদলে চলছে কার৷
জলাশয়ের তলদেশ
জলাভূমির নিচে থাকা গাছও শুকিয়ে গেছে৷ চিলির রুনগু হ্রদের এপ্রিলের ছবি এটি৷
সেতুর কী প্রয়োজন?
বোরেত্তোতে ইটালির দীর্ঘতম নদী পো এর উপরে সেতু দিয়ে চলছে ট্রাক৷ তবে পরিস্থিতি যা হয়েছে তাতে সামনে এই সেতু না হলেও হয়ত চলবে৷
নদীর দশা
এটি একটি নদীর ছবি, বিশ্বাস হয়? ইটালির বিয়েনাস্কোতে পো নদীর উপনদী সানগোন এর জুনের ছবি এটি৷ ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় পুড়ছে এলাকাটি৷
হ্রদে চারণভূমি
এটি সান্তিয়াগোর একটি উপহ্রদের ছবি৷ একসময় সেখানে জল থাকলেও এখন তা ঘোড়ার চারণভূমি৷
অবশিষ্ট নৌকা
ক্যালিফোর্নিয়ায় শুকিয়ে যাওয়া ম্যাদেরা হ্রদের উপর থেকে তোলা ছবিতে একটি নৌকা পড়ে থাকতে দেখা যাচ্ছে৷