খাদ্য নিরাপত্তার জন্য ফুড ব্যাংক গঠন করবে বিমসটেক
৯ জুলাই ২০০৮বুধবার সকালে সাত জাতির অর্থনৈতিক ও কারিগরি সহায়তা জোট বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সবচেয়ে বেশী গুরুত্ব পায় খাদ্য ও জ্বালানী তেলের নাটকীয় মুল্যবৃদ্ধি৷
ঢাকার এই সম্মেলনের আলোচনায় উঠে আসে লাগামহীন পণ্যমূল্য দারিদ্র্য বিমোচনের পথে প্রধান অন্তরায়৷ দারিদ্র্য বিমোচনই ছিল অনুষ্ঠানের মুল এজেন্ডা৷
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, উন্নত দেশ গুলো এগিয়ে না এলে খাদ্য ঘাটতির হুমকী মোকাবেলা কঠিন হবে৷
ড. ফখরুদ্দিন আহমদ আরো বলেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য উত্পাদনে হুমকী হয়ে দাঁড়িয়েছে৷
বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জানান, জ্বালানী তেল ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়ে সদস্য দেশ গুলো দারিদ্র্য বিমোচনে এক যোগে কাজ করার অঙ্গীকার করেছে৷ বিমসটেকভূক্ত ৭ টি দেশ ৮টি বিষয়ে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছে৷ এগুলো হলোঃ দারিদ্র্য বিমোচন, তথ্য বিনিময়, মানব সম্পদ উন্নয়ন, ফুডব্যাংক প্রতিষ্ঠা, জলবায়ু পবির্তন নিয়ে কাজ করা, পরিবেশ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে সহাযোগিতা এবং বীজ উন্নয়নে সহযোগিতা৷
বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়নমার ও থাইল্যান্ডকে নিয়ে ১৯৯৭ সালে বিমসটেক গঠন করা হয়৷ মন্ত্রী পর্যায়ের প্রথম এ বৈঠকে বাংলাদেশসহ ৫টি দেশের মন্ত্রীরা অংশ নেন৷ বিমসটেকের পরবর্তী বৈঠক হবে দুই বছর পর নেপালে৷