খালেদা জিয়ার পর রিজভীও ফিরছেন বাড়িতে
২৬ মার্চ ২০২০কার্যালয়ের একটি কক্ষে তাঁর থাকা, খাওয়া ও ঘুমের ব্যবস্থা ছিল। প্রায় দুই বছর তিন মাস তিনি সেখানেই থেকেছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়াকে বুধবার শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়।
নেত্রীকে মুক্তি দেওয়ায় তিনি নিজেও বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার দৈনিক প্রথম আলোকে জানান রিজভী।
বলেন, ‘‘কিছুক্ষণের মধ্যে কার্যালয় ছাড়বো। ২০১৮ -র ৩০ জানুয়ারি থেকে এখানে আছি। বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় আমি কার্যালয়ে অবস্থান নেই। পার্টি অফিসের নীচ থেকে নেতা-কর্মীদের আটক করা হচ্ছিলো। এ অবস্থায় আমি প্রতিজ্ঞা করি, নেতা-কর্মীরা অফিসে এসে কাউকে পাবে না- এমনটা যেন না হয়। এবার আমি আদাবরের বাড়িতে ফিরবো এবং সেখান থেকেই অফিস করবো।”
কার্যালয়ে অবস্থান নেওয়ার পর দলীয় কর্মসূচি এবং অসুস্থতা ছাড়া তিনি সেখান থেকে বের হননি। এমনকি ঈদসহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক উৎসবেও তিনি কার্যালয়ে থেকেছেনে।
এসএনএল/এসিবি