খালেদা জিয়ার মামলার রায়ের দিনটি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত৷ দিনটি ছিল ঘটনাবহুল৷ চলুন দেখে নিই ছবিঘরে৷
পুলিশের সতর্ক পাহারা
খালেদা জিয়ার রায়ের দিনটিকে ঘিরে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য পুরো রাজধানীতেই ছিল পুলিশের সতর্ক পাহারা৷ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, হাইকোর্ট এলাকা ও বকশিবাজারে আদালত প্রাঙ্গনকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি দিনভর ছিল প্রায় নেতা-কর্মীশূন্য৷
যাত্রা হলো শুরু
দুপুর বারোটায় গুলশানের বাসা থেকে বকশিবাজারের আদালতের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া৷ এ সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাসহ গাড়িবহরের পাশে অসংখ্য নেতাকর্মী ছিলেন৷
সিনিয়র নেতারা আগেই হাজির
খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই দলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে বকশিবাজারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
কাকরাইলে সংঘর্ষ
খালেদা জিয়া আদালতে পৌঁছানোর পথে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিএনপির নেতা কর্মীরা৷
চানখারপুলে সংঘর্ষ
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় কাকরাইলে বিক্ষুব্ধ বিএনপি নেতারা একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়৷ খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই ঢাকার চানখাঁরপুল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের৷ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয় তাদের৷
বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান
বৃহস্পতিবার সকাল থেকেই বকশিবাজারের আদালত এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা৷ তাঁরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধার সম্মুখীন হন৷
২ ঘন্টা পর আদালতে খালেদা
দুপুর ২টায় বকশি বাজারের আদালতে পৌঁছান খালেদা জিয়া৷
আটক
চানখাঁরপুল এলাকায় সংঘর্ষ চলাকালে কয়েকজনকে আটক করে পুলিশ৷ বিএনপির এক নারী কর্মীকেও চানখাঁরপুল এলাকা থেকে আটক করা হয়৷
কাগজের স্তুপে আগুন
চানখাঁরপুলে বিএনপি নেতা-কর্মীদের পুলিশ ছত্রভঙ্গ করে দিলে একটি গলিতে অবস্থান নিয়ে কাগজের স্তুপে আগুন দেয় তারা৷
যানবাহনশুন্য রাস্তাঘাট
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকার রাস্তাঘাট সকাল থেকেই ছিল যানবাহনশূন্য৷ ঢাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন পরিবন সার্ভিসও বন্ধ ছিল৷