খালেদার গেটে তালা, অস্থির বাংলাদেশ
৫ জানুয়ারি ২০১৫পাঁচ জানুয়ারি ‘একতরফা' নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গোটা বাংলাদেশে কার্যত অস্থিরতা বিরাজ করছে৷ খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ' করে রাখার খবর বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এ সব খবর অনেকেবার টুইট, রিটুইট এবং ফেভারিটের তালিকায় যোগ হয়েছে৷
সোমবার টুইটারে ইংরেজিতে #বাংলাদেশ হ্যাশট্যাগ ছাড়াও #ঢাকা, #সেভবাংলাদেশ, #স্টেপডাউনহাসিনা এবং #বিএনপি হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে টুইট করেছেন৷ এ সমস্ত টুইটে রয়েছে বিভিন্ন দলের কর্মসূচির ছবিও৷
এদিকে, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকেও এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷ সাংবাদিক প্রভাষ আমিন লিখেছেন, ‘‘কাল বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি৷ আমি ডিএমপি মুখপাত্রের ব্রিফিং নিজ কানে শুনেছি৷ শুনে মনে হয়েছে, এই নিষেধাজ্ঞা সবার জন্য প্রযোজ্য৷
তিনি লিখেছেন, ‘‘কিন্তু সকালে উঠে নিজ কানকেই অবিশ্বাস করতে ইচ্ছা করছে, আমি কি ভুল শুনেছি? নিষেধাজ্ঞা কি শুধু বিএনপির জন্য? আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দেখি শহরজুড়ে মিছিল করছে, উল্লাস করছে, গান শুনছে, গান গাইছে৷ নিশ্চয়ই আইন তার নিজস্ব গতিতে চলছে এবং সেটা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য হবে না৷''
পাঁচ জানুয়ারী আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি এবং পুলিশের অবস্থান নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায়ও মন্তব্য করেছেন অনেক পাঠক৷ মুজিবুর রহমান লিখেছেন, ‘‘গণতন্ত্রের জন্য জনগণ ১৯৭১ সাল থেকে প্রান দেওয়া শুরু করেছে আর কত প্রান বিসর্জন দিলে বাংলাদেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে?''
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের গেটে তালা দেয়ার বিষয়টি তুলে এনে সমাপ্ত তাজ লিখেছেন, ‘‘লজ্জাও নেই পুলিশ, আর হাসিনার৷ এত ভিত? শেষ পর্যন্ত তালা ব্যবহার করলো৷''
সরকারের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, খালেদা জিয়ার নিরাপত্তার জন্যই তাঁর গুলশান কার্যালয়ের সামনে এত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতার অনুসারী ফয়েজ আহমেদ এই নিয়ে লিখেছেন, ‘‘এটা যদি সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার নমুনা হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর নিরাপত্তা কেমন হবে?''