‘খালেদার বিদেশে চিকিৎসা হাসিনার ইচ্ছা নয়, আইনের ব্যাপার’
২৬ নভেম্বর ২০২১খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে৷ যদিও আইনমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বলেছেন আইনের মধ্যে যা করার ছিল তা ইতোমধ্যেই করেছে সরকার৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে অংশ নিয়ে শ ম রেজাউল করিম বলেন, ‘‘বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় যে শেখ হাসিনা চাইলেই তিনি পাঠাতে পারেন৷ ...যে সেকশনটা ঘিরে সমস্ত আলোচনা হয় ফৌজদারি কার্যবিধির সেকশন ৪০১ সেটার লিডটাই হচ্ছে ‘পাওয়ার টু সাসপেন্ট ওর রিমিট দিস সেনটেন্স’৷ বিষয়টায় কিন্তু তার সাজা স্থগিত করা বা সাজার দণ্ড যেটা কমানো, বাড়ানো, ক্ষমা করা, এ জাতীয় ক্ষমতাটা ঐ ধারায় সরকারকে দেয়া হয়েছে৷ সেটা কোন কোন ধারায় কতটুকু হবে উপধারাগুলোয় ব্যক্ত করা হয়েছে৷ এই ক্ষেত্রে এক্সপ্রেসলি বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাউকে পারমিশন দেয়ার প্রভিশন এখানে নাই৷ ফলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদনে আইনগত একটা দিক থাকতে হবে, সেই আইনগত দিকটা নেই৷ আমার কাছে যেটা মনে হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয়, এর সঙ্গে কতগুলো আইনগত প্রশ্ন জড়িত আছে৷’’
পাল্টা যুক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘‘৪০১-এ বিদেশে পাঠানোর ব্যাপারে প্রকাশ্যে কিছু বলা নাই৷ আবার বিদেশে পাঠানোর বিরুদ্ধেও কিছু বলা নেই৷...বিদেশে পাঠানোর ব্যাপারে কোন বাধা নাই৷ একটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি বলা হয় বাইরে পাঠাবো তাহলে বাংলাদেশের আইন আদালত বাধা সৃষ্টি করতে পারে এটা কি হতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার৷’’
তবে খালেদ জিয়ার সাজা মওকুফের আবেদন জানানোর যেসব সুযোগ আছে সেগুলো তুলে ধরে শ ম রেজাউল করিম বলেন, ‘‘আইনগতভাবে খালেদা জিয়ার সাজা মওকুফের ও বিদেশে যাওয়ার যে পদক্ষেপগুলো নেয়া যায় সেগুলো তারা (বিএনপি) নেননি৷ সেগুলো নেয়ার পর যদি তা নাকচ হতো তখন কথা বলার অবকাশ থাকে৷ ফলে আমার কাছে মনে হয় এটা শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না, আইনগত অবস্থানের উপর নির্ভর করছে৷’’
শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে আসিফ নজরুল খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের দিক থেকেই উদ্যোগ নেয়ার উপর জোর দেন৷ তিনি বলেন, ‘‘ঝুঁকিটা প্রচণ্ড, উনি মারা যেতে পারেন৷ উনি মারা যাওয়া মানে এন্ড অব দ্য স্টোরি না৷... আমাদের পলিটিক্সে অনেক ভয়াবহ ঘটনা আছে৷ ২১ আগস্টের ঘটনা আছে, ১৫ আগস্টের ঘটনা আছে৷ উনি যদি পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মারা যান এটা বাংলাদেশের রাজনীতিতে বিভেদের, প্রতিহিংসার, হিংসার একটা নতুন কুৎসিত ইতিহাস তৈরি করবে৷’’
এফএস/এআই