1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশঙ্কায় আরিফ জেবতিক

আরাফাতুল ইসলাম২১ মার্চ ২০১৩

ডয়চে ভেলের ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ড জয়ী বাংলা ব্লগার আরিফ জেবতিক জানিয়েছেন, তাঁকে হত্যার চেষ্টা করা হচ্ছে৷ বৃহস্পতিবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘তারা আমাকে মারার সব আয়োজন সেরে ফেলছে মনে হচ্ছে৷’

https://p.dw.com/p/181gT
ছবি: facebook.com

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শাহবাগ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ব্লগার আরিফ জেবতিক৷ গণজাগরণ মঞ্চে নিয়মিতই তাঁর উপস্থিতি রয়েছে৷ ফেসবুকে, ব্লগে শাহবাগ আন্দোলন সম্পর্কে একাধিক নিবন্ধও প্রকাশ করেছেন এই অ্যাক্টিভিস্ট৷ বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসের শুরুতে লিখেছেন, ‘তারা আমাকে মারার সব আয়োজন সেরে ফেলছে মনে হচ্ছে৷'

এই ‘তারা' কারা? এমন প্রশ্নের জবাবে ডয়চে ভেলেকে জেবতিক বলেন, ‘‘তারা বলতে একাত্তরের ঘাতক, দালাল, পরাজিত শক্তিকে বোঝাচ্ছি, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি, যারা এই দেশকে মৌলবাদী এবং ধর্মান্ধতার একটি রাজ্য বানাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে৷ সুতরাং তারাই আমাদের প্রতিপক্ষ এবং তারাই আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে৷''

‘তারা আমাকে মারার সব আয়োজন সেরে ফেলছে মনে হচ্ছে’

এখানে উল্লেখ করা যেতে পারে, শাহবাগে গণজাগরণ শুরুর পর এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্লগারকে হত্যা করা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়৷ ইন্টারনেটেও বিভিন্ন কথিত হিটলিস্ট প্রকাশ করা হয়৷ ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দার খুন হন, যার নাম কথিত এসব হিটলিস্টে রয়েছে৷

শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে হত্যার পরপরই ওয়ার্ডপ্রেসে তৈরি ‘নূরানী চাপা সমগ্র' নামে একটি ব্লগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে৷ এই ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিভিন্ন নিবন্ধ রয়েছে৷ ইন্টারনেটে বিভিন্ন মহল দাবি করে, এসব লেখা ছদ্মনামে রাজীব লিখেছেন৷ তবে সেসব নিবন্ধ রাজীবের লেখা নয় বলেই মত দিয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে৷

আরিফ জেবতিকের নামেও সম্প্রতি এরকম একটি ব্লগ চালু করা হয়েছে৷ বৃহস্পতিবার ফেসবুকে এই বিষয়ে তিনি লিখেছেন, ‘ওয়ার্ডপ্রেসে আমার নামে ব্লগ করে সেখানে ব্যাকডেটে ধর্মবিদ্বেষী লেখা আপলোড করা হয়েছে৷ আজ যদি খুন হয়ে যাই, আমার রক্ত রাস্তা থেকে গড়িয়ে ফুটপাত স্পর্শ করার আগেই আমাকেও ধর্মবিদ্বেষী আখ্যা দিয়ে জামায়াত শিবির এই ব্লগকে প্রোমোট করতে থাকবে৷ মাহমুদুর রহমান দাঁত কেলিয়ে প্রথম পাতায় এই স্ক্রিনশট ছাপবে৷'

ইতোমধ্যে একটি জাতীয় দৈনিক পরপর দু'দিন আরিফ জেবতিককে নাস্তিক এবং ধর্মদ্রোহী আখ্যা দিয়ে প্রথম পাতায় তাঁর ছবি ছেপেছে৷ জেবতিক মনে করেন, এগুলো হচ্ছে তাঁকে হত্যার ক্ষেত্র তৈরির চেষ্টা৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসীদেরকে উৎসাহিত করার জন্য এই কাজটি করা হচ্ছে এবং এক ধরনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে৷''

জেবতিক বলেন, ‘‘কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের জন্য যে, তারা আমার একটি লেখাও ধর্মদ্রোহী হিসেবে কোথাও প্রমাণ করতে পারেননি এবং সেটা সম্ভব নয়৷''

আরিফ জেবতিক নিশ্চিত করেছেন, সচলায়তন, আমারব্লগ, সামহোয়্যার ইন ব্লগ ছাড়া অন্য কোথাও তাঁর কোন ব্যক্তিগত ব্লগ নেই৷ ওয়ার্ডপ্রেসে তাঁর নামে যে ব্লগটি চালু করা হয়েছে, সেটা পুরোপুরি ভুয়া এবং তাঁকে হত্যার ক্ষেত্র তৈরির জন্য উদ্দেশ্যপ্রনোদিতভাবেই সেটা করা হচ্ছে৷

Bangladesch Dhaka Proteste
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলছে আন্দোলনছবি: picture-alliance/dpa

প্রসঙ্গত, শাহবাগের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো কয়েকজন ব্লগার ইতোমধ্যে নিজেদের জীবনের শঙ্কার কথা জানিয়েছেন৷ রাজীব হত্যার পর গণমাধ্যমে ১৯ ব্লগারের নামসহ একটি সংবাদ প্রকাশ হয়৷ দৈনিক ইত্তেফাক জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্লগারদের ব্যক্তিগত নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ ও গোয়েন্দা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷

প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এখন পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তা পাননি উল্লিখিত ব্লগাররা৷ আরিফ জেবতিক ডয়চে ভেলেকে জানান, তিনি এরকম কোন নিরাপত্তা পাননি৷ তাঁর পরিচিত কেউ এরকম নিরাপত্তা পেয়েছেন বলেও তাঁর জানা নেই৷ শুধু শাহবাগ গণজাগরণ মঞ্চ ঘিরে কিছু পুলিশ উপস্থিত রয়েছেন৷

তবে খুন হওয়ার আশঙ্কায় থাকলেও আলাদাভাবে রাষ্ট্রের কাছে ব্যক্তিগত নিরাপত্তা চাননি জেবতিক৷ এই সংগ্রামী বলেন, ‘‘সরকার এবং রাষ্ট্রের উচিত প্রত্যেকটি নাগরিককে সমান নিরাপত্তা দেওয়া৷ আমরা আলাদা কেউ নই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য