গঙ্গাসাগর মেলায় ৫০ লাখ পুণ্যার্থী
গঙ্গাসাগর মেলা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনসমাবেশের জায়গা। ডিডাব্লিউর ক্যামেরায় এবারের মেলার ছবি।
অনেক কষ্ট করে
হিন্দুদের বিশ্বাস, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই একবারের জন্য হলেও গঙ্গাসাগরে আসার ঝক্কি কম নয়। বিশেষ করে এই শীতে। নিজেদের গ্রাম-গঞ্জ থেকে অনেক কষ্ট করে গঙ্গাসাগরে আসেন তারা। অনেকে খড়ের উপর এভাবেই থাকেন।
পুণ্যলাভের আশায়
অনেক দূর থেকে এই নারীরা এসেছেন গঙ্গাসাগরে। পুণ্যলাভের আশায়। তাদের আশা, মকর সংক্রান্তিতে গঙ্গা যেখানে সাগরে মিশেছে, সেখানে স্নান করলে সব পাপ দূর হয়। অক্ষয় পুণ্যলাভ হয়।
সংক্রান্তির সকালে
সংক্রান্তির সকালে সূর্যোদয়ের পর থেকেই শুরু হয় লাখো মানুষের স্নানপর্ব। ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে সেই স্নান করতে চলেছেন বাবা।
সূর্যোদয়ের মুহূর্তে
গঙ্গাসাগরে অপরূপ সূর্য়োদয়ের ছবি ধরা পড়লো ডিডাব্লিউর ক্যামেরায়।
সকলের জন্য
সরকারি কর্মকর্তাদের হিসাব, এবার গঙ্গাসাগরে গিয়েছিলেন ৫০ লাখ মানুষ। তারা স্নান করেছেন নির্বিঘ্নে। এখানে যেমন দেখা যাচ্ছে স্নানরত এক সাধুকে।
আরো পুণ্যের আশায়
কুম্ভের মতো গঙ্গাসাগরেও আসেন নাগা সাধুরা। তাদের কাছে পুণ্যের আশায় যান মানুষ। এবারও গঙ্গাসাগরে প্রচুর নাগা সন্ন্যাসী এসেছিলেন।
কপিল মুনির আশ্রম
স্নান করে কপিল মুনির আশ্রম দর্শন করেন পুণ্যার্থীরা।
গঙ্গা আরতি
বারাণসীতে গঙ্গা আরতি অত্যন্ত জনপ্রিয় হয়ে যাওয়ার পর এখন বিভিন্ন জায়গায় এই আরতি হচ্ছে। হয়েছে গঙ্গাসাগরেও।
বিধিসম্মত সতর্কীকরণ
যদিও করোনা আর ভয়াবহ নেই। হচ্ছেও খুব কম। তবুও কর্তৃপক্ষ করোনা নিয়ে মানুষকে সতর্ক করেছেন। বিশেষ করে চীনে আবার করোনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এভাবেই মানুষকে সতর্ক করেছেন।