‘তৃতীয় শক্তি সুযোগ পাবে না’
২৯ জুন ২০১২তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কার কথা শোনা যাচ্ছে নানা মহল থেকে৷ এমনি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এরই মধ্যে তৃতীয় শক্তিকে উস্কানি দেয়ার জন্য পরস্পরকে দোষারোপও করেছেন৷ তবে সাবেক সেনা শাসক এইচ এম এরশাদ মনে করেন, তিনিই তৃতীয় শক্তি৷ দেশের মানুষ তাঁর দিকেই তাকিয়ে আছে৷ অথচ রাজনৈতিক দলগুলো তাঁর নাম মুখে আনতে লজ্জা পায়৷
আসলেই কি তাই? কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তৃতীয় শক্তি নয়৷ যারা পেছেনের দরজা দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করতে চায়, তারাই তৃতীয় শক্তি৷ আর বিএনপি নেতা হান্নান শাহ মনে করেন, দেশে শান্তি ফিরিয়ে আনার নামে উর্দিপরা যারা ক্ষমতা দখল করে থাকে, তারাই তৃতীয় শক্তি৷
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগকে তৃতীয় শক্তির ভয় দেখিয়ে লাভ নেই৷ আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি৷ সব কিছু গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে তারা৷
হান্নান শাহ বলেন, তারা কখনোই তৃতীয় শক্তিকে ক্ষমতায় দেখতে চাননা৷ তবে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ তৃতীয় শক্তিকে সুযোগ করে দিতে পারে৷
ওদিকে, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, তৃতীয় শক্তির আশঙ্কা দূর করতে হলে সরকারকে এখনই আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে ঘোষণা করতে হবে৷ কারণ, তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিলে তৃতীয় শক্তি আর সুযোগ পাবে না৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ