তত্ত্বাবধায়ক সরকার
১৭ ডিসেম্বর ২০১২আর আইন প্রতিমন্ত্রী বলেছেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করছে৷
বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেছেন, দেশ এক চরম সংকটে রয়েছে৷ এই সংকট থেকে বাঁচাতে হলে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন বিকল্প নাই৷ আর আইন প্রতিমন্ত্রী বলেছেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করছে৷
৪২তম বিজয় দিবসে এক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি৷ বিএনপি নেতারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়ার পর এই শপথ নেন৷ বিএনপির জ্যেষ্ঠ নেতা তরিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এক মূত্যু উপত্যকায় পরিণত হয়েছে৷ দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করা হচ্ছে৷ বাক স্বাধীনতা রুদ্ধ করে দেয়া হচ্ছে৷ কিন্তু এই অবস্থা চলতে দেয়া যায় না৷ তাই আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ এর কোন বিকল্প নেই৷
আর আরেক বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, মুত্তিযুদ্ধের স্বপ্ন এবং প্রত্যাশা থেকে বাংলাদেশের মানুষ অনেক দূরে রয়েছে৷ মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং আমাদের অর্জনের মধ্যে দূরত্ব অনেক৷ তিনি বলেন, যারা সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী তাদের বিচার দেশের সব মানুষ চায়, বিএনপিও চায়৷
অন্যদিকে, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দল দেশে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে৷ তাদের একটিই লক্ষ্য যুদ্ধাপরাধের বিচার কাজ বন্ধ করা৷ তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়৷ তাদের কারণেই মুত্তিযুদ্ধের সুফল এদেশের মানুষ ভোগ করতে পারেনি৷
আইন প্রতিমন্ত্রী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে৷ নয়তো দেশে আরো সংকট সৃষ্টি হতে পারে৷