গণিত অলিম্পিয়াডের ৫২তম আসরে শীর্ষে চীন
২৪ জুলাই ২০১১৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চীন৷ দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থান দখল করেছে সিঙ্গাপুর৷
এবারের আসরে বাংলাদেশের অবস্থান ৫০ পয়েন্ট নিয়ে ৭২তম৷ এককভাবে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের জন্য রেকর্ড তৈরি করেছেন প্রথমবারের মতো এই আসরে অংশগ্রহণকারী ধনেন্দ্র বিশ্বাস৷ তবে দুঃখজনক যে মাত্র এক পয়েন্ট কম পাওয়ায় রৌপ্য পদক থেকে বঞ্চিত হয়েছেন ধনেন্দ্র৷
এদিকে, প্রায় এক দশক পর স্বর্ণ পদক জিতেছে ভারত৷ কলকাতার আকাশনীল দত্ত এই স্বর্ণ পদক পেয়েছে৷ এছাড়া এবারের আসরে একটি রৌপ্য এবং দু'টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতের ক্ষুদে গণিতজ্ঞরা৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান তুলে ধরেছেন এবারের আসরের ফলাফল নিয়ে তাঁর মূল্যায়ন৷
সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম