1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মীয় বিশ্বাস

১৩ আগস্ট ২০১২

সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ এবং মহানবী মোহাম্মদ সম্পর্কে একই ধরনের বিশ্বাস ধারণ করেন৷ কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাদের ধর্মীয় বিশ্বাসে বৈচিত্র রয়েছে৷ বিশেষ করে বয়সের সঙ্গে ধর্মীয় বিশ্বাসেও বৈচিত্র আসে৷

https://p.dw.com/p/15oqv
ছবি: Fotolia/prima

মরোক্কোর রাজধানী রাবাত'এর কথাই ধরুন৷ বিকেল বেলা সেখানকার ক্যাফেগুলো খালি এবং রাস্তাঘাটও বেশ নিরব থাকে৷ রাবাতের বাসিন্দারা সেসময় মূলত সূর্যাস্তের জন্য অপেক্ষা করেন৷ কেননা, সূর্যাস্তের পর ধর্মীয় রীতি অনুযায়ী ইফতার বা খাদ্য ও পানীয় গ্রহণের সুযোগ পাবেন তারা৷ এখন রমজান মাস, এই মাসে বিশ্বের অনেক মুসলমানই পবিত্র ধর্মীয় রীতি অনুসরণ করে সারাদিন রোজা পালন করে থাকেন৷

অবশ্য খোদ মরোক্কোতেও ভিন্নতা রয়েছে৷ সেদেশের একদল তরুণ একটি প্রচারণা চালাচ্ছেন, যার শিরোনাম ‘আমরা রোজা রাখিনা'৷ এই প্রচারণার সঙ্গে যুক্ত ২৩ বছর বয়সি ইমাদ ইড্ডিন হাবিব জানিয়েছেন, ‘‘আমরা সমাজকে বোঝাতে চাই, আমরা আলাদা৷''

মরক্কো মূলত একটি উদার এবং সহনশীল মুসলিম দেশ৷ সেদেশের ৮৯ শতাংশ মানুষই তাদের ধর্মীয় বিশ্বাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন৷ সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার এক গবেষণার ভিত্তিতে জানিয়েছে এই তথ্য৷ বিশ্বের ৩৯টি দেশের ৩৮ হাজার মুসলমান সংস্থাটির গবেষণায় অংশগ্রহণ করেছে৷ গবেষণাটির সহ-লেখক নেহা সেগাল এই বিষয়ে বলেন, ‘‘মধ্যপ্রাচ্য, সাব-সাহারান আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের মানুষের কাছে সামগ্রিকভাবে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আমরা দেখেছি, সাব-সাহারান অঞ্চলে খ্রিষ্টানরাও অত্যন্ত ধার্মীক৷ কিন্তু রাশিয়াতে পরিস্থিতি অন্যরকম৷ সেখানে তরুণরা বেশি ধার্মিক৷''

Neha Sahgal Pew Research Center
নেহা সেগালছবি: Pew Research Center

বিশ্বের প্রতি চারজন মানুষের একজন ইসলাম ধর্মে বিশ্বাসী৷ পিউ রিসার্চ'এর গবেষণা অনুযায়ী, বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা ১.৬ বিলিয়ন৷ বিশ্বের সবচেয়ে বেশি ধার্মিকরা বসবাস করেন সাহারার দক্ষিণাঞ্চলে৷

সেনেগালের ৯৮ শতাংশ মানুষই মনে করেন, ধর্ম তাদের জীবনে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ' ভূমিকা পালন করছে৷ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের ৭৫ শতাংশ মানুষ একই ধরনের ধর্ম বিশ্বাসের অনুসারী৷ জীবনে ধর্মের প্রভাবকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন ৬০ শতাংশ লেবাননের নাগরিক৷ রাশিয়ার ক্ষেত্রে এই সংখ্যাটি ৪৪ শতাংশ, আর আলবেনিয়ায় মাত্র ১৫ শতাংশ মানুষ এধরনের ধর্ম বিশ্বাস ধারণ করেন৷

পিউ রিসার্চ'এর গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার ৯৯ শতাংশ মুসলমানই রমজান মাসে রোজা পালন করেন৷ অথচ এশিয়ার কেন্দ্রীয় অঞ্চলের মুসলমানদের মধ্যে রোজা পালনের প্রবণতা দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় অর্ধেক৷ যাকাত প্রদানের ক্ষেত্রেও এগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানরা৷ সেঞ্চলের ৯৩ শতাংশ মানুষ তাদের সম্পদের ২.৫ শতাংশ যাকাত হিসেবে প্রদান করে থাকেন৷

প্রতিবেদন: রায়না ব্রাওয়ার / এআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য