1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গমের জেনেটিক কোড উন্মোচন করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা

২৮ আগস্ট ২০১০

পাটের পর এবার গমের জেনেটিক কোড উন্মোচন করলেন বিজ্ঞানীরা৷ তবে পার্থক্য হলো, পাটের কোড উন্মোচনের কাজটি করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা৷ আর গমেরটা করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/OyHg
পাকিস্তানের একটি গমক্ষেতছবি: AP

এর ফলে বিশ্ববাসীর খাদ্য নিরাপত্তার বিষয়টি আরও একটু নিরাপদ হবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা৷ কারণ জেনেটিক কোড উন্মোচনের ফলে গমের উৎপাদন বাড়ানো সম্ভব হবে৷ এছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম গমও উৎপাদন করা যাবে৷

গবেষণার সঙ্গে জড়িত সংস্থা বায়োটেকনোলজি এন্ড বায়োলজিকাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল এর প্রধান ডগ কেল বলেন, গমের দামের সাম্প্রতিক ঊর্ধ্বগতি এটাই প্রমাণ করে খাদ্য নিরাপত্তার বিষয়টি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে৷ উল্লেখ্য, এ মাসের ৬ তারিখে গমের দাম বেড়ে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছিল৷ এর কারণ ছিল, রাশিয়ার বনে দাবানল, পাকিস্তানে ও ক্যানাডায় বন্যা৷

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী গমের উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে৷ অন্যদিকে ক্রমাগত জনসংখ্যা বাড়তে থাকায় চাহিদা প্রতিনিয়ত কেবল বাড়ছেই৷ এক হিসেবে জানা যায়, বর্তমানে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৫৫০ মিলিয়ন টন গম উৎপাদিত হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম৷

গবেষণার কাজে জড়িত থাকা ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের কিথ এডওয়ার্ডস বলছেন, গমের জেনেটিক কোড মানুষের জেনেটিক কোডের চেয়ে পাঁচ গুন বড়৷

এদিকে বিজ্ঞানীরা এই উন্মোচিত কোডের পুরো খসড়াটি একটি ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন যাতে অন্যান্য বিজ্ঞানীরা ভবিষ্যতে আরও গবেষণা করতে পারেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম