গরম থেকে মুক্তির অপেক্ষায় ইউরোপ
ইউরোপে এবার তাপমাত্রা একটু অস্বাভাবিক৷ কোথাও কোথাও তো ৪০ ডিগ্রি সেলসিয়াসেও উঠেছে৷ শীতপ্রধান অঞ্চলে হঠাৎ এমন গরমের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা৷ দেখুন গরমে অস্থির ইউরোপের কিছু ছবি৷
শীতল জল
গত ৪ঠা জুলাই জার্মানিতে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস৷ ২০০৩ সালের কথা মনে পড়েছিল সবার৷ সেবার তো ৪০ দশমিক ২ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা! এমন গরমে মানুষ ঘরে থাকতেই বেশি পছন্দ করে৷ বাইরে গেলে সুযোগ পেলে খোলা আকাশের নীচেই স্নান সেরে নিজেকে শীতল করে নেন অনেকে৷ ছবির এই ছেলেটি তা-ই করছে৷ ন্যুরেমব্যার্গের ‘হেক্সাগোনাল ওয়াটার প্যাভিলিয়ন’-এ শোভা পাচ্ছে ছবিটি৷
মাদ্রিদে দিশাহারা মানুষ
স্পেনের মাদ্রিদের মানুষ এবার গত ৯৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রার আঁচ সহ্য করেছে৷ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে অনেকেরই বাঁচা দায় হয়ে পড়েছিল৷
সুইজারল্যান্ডে গরমেও আনন্দ
সুইজারল্যান্ডের লোসান শহরে তাপমাত্রা এ পর্যন্ত ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি৷ কিন্তু ওই গরমেই কাহিল হয়ে পড়ার জোগাড়৷ কিন্তু কাহিল হলে তো চলবে না, তাই অনেকে রাস্তায় নেমে একে-অন্যের গায়ে পানি ছিটিয়ে গরমটাকে বরং উপভোগ করেছেন৷
নদীতীরে ভিড়
নদীর তীরে গরমেও হাওয়া থাকে৷ বিশ্বের সব দেশেই তাই গরমে নদীর তীরে ভিড় বাড়ে৷ পোল্যান্ডের ওয়ারশ শহরের পাশের ভিস্টুলা নদীর পাশেও গরমে নারী-পুরুষের ঢল নামে৷
পোষা প্রাণীদেরও মহাবিপদ
জার্মানির পশু কল্যাণ সংস্থা পোষা প্রাণীরা যাতে এ সময়ে পর্যাপ্ত পানি পান, গোসল এবং ছায়া পায় সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেছে৷ পোষা প্রাণীকে গাড়িতে রেখে বেশিক্ষণের জন্য কোথাও না যাওয়ারও পরামর্শ দিয়েছে তারা৷