গরমে যে ন’টি জার্মান শব্দ আপনার দরকার
জার্মানিতে এখন গ্রীষ্মকাল৷ যার অর্থ হচ্ছে মানুষ ছুটি কাটাতে যাচ্ছে, বাড়ির ধারের সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ছে এবং গরম সূর্যকে উপভোগ করছে৷ ছবিঘরে নয়টি জার্মান শব্দ থাকছে, যা গ্রীষ্মকালে বেশি শোনা যায়৷
উরলাউব্সরাইফ
টানা কয়েকমাস কাজ করার পর আপনি ছুটির জন্য একেবারে প্রস্তুত৷ জার্মান ভাষায় এই শব্দটির অর্থ হচ্ছে, ‘ছুটি পাকা’৷ সুতরাং, সময় নষ্ট না করে পরে ফেলুন বিকিনি আর ঝাঁপিয়ে পড়ুন ছুটি উদযাপনে৷ ও হ্যাঁ, সত্যিকার অর্থেই ছুটি কাটাতে চাইলে ল্যাপটপ বাড়িতে রেখে যেতে ভুলবেন না কিন্তু...৷
ফ্যার্নভে / হাইমভে
আপনি কি বহুদুরে ছুটি কাটাতে যেতে উদগ্রিব বোধ করছেন? জার্মানরা কিন্তু বিশ্ব ভ্রমণে সেরা হিসেবে পরিচিত৷ এই পরিচিতির কারণে তারা নিজের দেশ থেকে বহুদূরে ছুটি কাটাতে যেতে ভালোবাসে৷ এই ইচ্ছেকে বলা হয় ফ্যার্নভে৷ আবার যারা দূরে থেকে ছুটিতে দেশে ফিরতে উদগ্রিব থাকে, তাদের মানসিক অবস্থাকে হাইমভে বলে৷ চীনারা অবশ্য ২০১২ সালে জার্মানদের পেছনে ফেলেছিল৷
পাউশাল উরলাউব
ছুটির সময় রান্না করতে না হলে তা আরো প্রশান্তির৷ আর এমনটা যদি হয় যে, রেস্তোরাঁ খুঁজেও সময় নষ্ট করতে হবে না, তাহলে তো কথাই নেই৷ তাই আপনি যখন একসঙ্গে প্রতিবেলার খাবার আর পানীয়সহ থাকার জায়গা বুক করতে পারছেন, তখন সেটাকে বলা হয় পাউশাল উরলাউব বা ‘অল-ইনক্লুসিভ’৷ মানে আলাদা করে নয়, আপনি একবারে যে টাকা দেবেন তার মধ্যেই সব অন্তর্ভুক্ত থাকবে৷
রাইজেব়্যুকট্রিটফ্যারসিশারুং
জার্মানরা খুব গোছানো৷ তাই তারা সব কিছুই নিরাপদে এবং পরিকল্পিতভাবে করতে ভালোবাসে৷ অর্থাৎ আপনি যদি কোনো ছুটির পরিকল্পনা করেন এবং সেটা বিশেষ কারণে বাতিলের সুযোগ রাখতে চান, তাহলে ভ্রমণ ইন্সুরেন্স করাই ভালো৷ এতে করে অসুস্থতা বা আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানকার রাজনৈতিক অস্থিরতার কারণে ছুটির পরিকল্পনা বাতিল হলে পুরো টাকাই ফেরত পাবেন৷
শ্টাও
জার্মানির ১৬টি রাজ্যে আলাদা আলাদা সময়ে ছ’সপ্তাহের গ্রীষ্মকালীন স্কুল ছুটির পড়ে, যাতে গ্রীষ্মের সময় পুরো জার্মানি একসঙ্গে ছুটিতে চলে না যায়৷ তাসত্ত্বেও গ্রীষ্মে মহাসড়কগুলোতে মাঝেমাঝেই শ্টাও বা যানজট দেখা যায়৷ গরমে এই যানজট এড়াতে তাই সপ্তাহান্তের চাইতে কর্মদিবসগুলোতে, মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত গাড়িতে ভ্রমণ ভালো বিকল্প৷
সমারফ্রিশে
অর্থ হচ্ছে ‘সামার ফ্রেশনেস’৷ রূপকথার লেখক হিসেবে বিখ্যাত গ্রিম ভাতৃদ্বয় তাঁদের লেখা জার্মান অবিধানে বিষয়টির ব্যাখ্যা করেছেন এভাবে: শহুরে মানুষ গ্রীষ্মে ‘কান্ট্রিসাইড’ বা প্রত্যন্ত অঞ্চলে ছুটি কাটাতে যেতে চান নিজেদের আবারো সজীব করে ফিরিয়ে আনতে৷ প্রকৃতির কাছে গেলে কর্মক্লান্তি যে দূর হয়ে যায়, তা অবশ্য আমাদের সকলেরই জানা৷ তাই না?
আফেনহিৎসে
বাইরে এত গরম যে আপনি শুকরের মতো ঘামাচ্ছেন৷ তবে এ রকম পরিস্থিতিটি জার্মানরা ব্যাখা করে আরেকটি প্রাণীর নাম নিয়ে৷ আর সেটা হলো বাঁদর বা উল্লুক৷ ইন্দোনেশিয়ার এই বর্নিও ওরাং ওটাং প্রচণ্ড গরমের সময় গাছে ওপর এমন একটা জায়গায় বেছে নেয়, যেখানে পর্যাপ্ত পরিমাণে ছায়া রয়েছে৷ জার্মানরা মনে হয় এদের কাছ থেকেই গরম থেকে বাঁচার উপায়টা শিখেছে!
সনেনশ্টিশ
প্রশ্ন হচ্ছে, উল্লুকের মতো গাছের ছায়া না পেলে তখন কী হবে? তখন ছবির মতো অন্য কোনো ছায়াযুক্ত জায়গা খুঁজতে হবে৷ কারণ তা না হলে সূর্য শরীরে সুই ফোটাচ্ছে মনে হতে পারে৷ শুধু তাই-ই নয়, তখন যে গরমে মাথা ঘোরা, ক্লান্তি, অলসতা এবং ঠিকঠাক চিন্তা না করতে পারাসহ নানা রকম সমস্যাও দেখা দিতে পারে৷
ফ্রাইবাড
জার্মানিতে মোটামুটি সাত হাজারের মতো পাবলিক সুইমিং পুল রয়েছে৷ এ সবের অর্ধেকই ‘ফ্রি পুল’ হিসেবে পরিচিত৷ না, এর অর্থ এই নয় যে, এগুলোতে যেতে কোনো পয়সা লাগে না৷ আসলে এই সুইমিং পুলগুলো খোলা জায়গায়, কোনো হলের মধ্যে নয়৷ জার্মানিতে গরমের সময় এ সব সুইমিং পুলে যেমন ভিড় হয়, তেমনই শীতের সময় এর অধিকাংশই থাকে বন্ধ৷