গর্জে উঠল জেএনইউ
রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত গুন্ডাদের হাতে তছনছ হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন ছাত্রছাত্রীরা। কিন্তু দমে যায়নি জেনএনইউ। দিনভর প্রতিবাদে সামিল হলেন ছাত্র-শিক্ষক সকলেই।
হাতে হাত প্রতিবাদ
গুন্ডাদের আক্রমণের প্রতিবাদে সোমবার জেনএনইউ-এর ছাত্র-শিক্ষক একসঙ্গে এ ভাবেই গড়ে তুললেন মানবশৃঙ্খল।
ক্ষুব্ধ শিক্ষকেরা
রবিবারের ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁদের গায়েও হাত দেওয়া হয়েছে রবিবার। এ দিন শিক্ষকেরা সাংবাদিক বৈঠক করেন।
ধরতে হবে গুন্ডাদের
ঘটনার পর বহু সময় কেটে গিয়েছে। এখনও একজনও দুষ্কৃতীকে গ্রেফতার করেনি পুলিশ। ছাত্রদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করতে হবে।
চলবে ধর্না
দুষ্কৃতীদের গ্রেফতার এবং তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বয়কট এবং বিক্ষোভ কর্মসূচি চলবে, জানিয়ে দিলেন ছাত্ররা।
উপচার্যের পদত্যাগ
ছাত্র এবং শিক্ষকদের একাংশের দাবি, বর্তমান উপাচার্যকে এই ঘটনার জন্য পদত্যাগ করতে হবে।
মিছিলে মিছিল
এ দিন বিশ্ববিদ্যালয়ে একাধিক মিছিল করেন ছাত্র এবং শিক্ষকরা। স্লোগান ওঠে আজাদির।
নিশানায় মোদী-শাহ
শুধু উপাচার্য নয়, ছাত্রদের হাতের পোস্টারে নিশানায় ছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহও।
পুলিশ নিষ্ক্রিয়
ছাত্র এবং শিক্ষক সকলেই এ দিন অভিযোগ করেন, রবিবার পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থেকেছে।