গর্জে উঠলেন ল্যোভ!
১১ অক্টোবর ২০১৩ট্রেনার, কোচ এবং ম্যানেজার, এই শব্দগুলো সমার্থক, নাকি প্রবীণতা ও মর্যাদার মাপকাঠির বিভিন্ন ধাপ, সেটাই অনেকে আজ অবধি ঠিকমতো বুঝে উঠতে পারেননি৷ ল্যোভকে জার্মান ভাষায় বলা হয় ‘বুন্ডেসট্রেনার' বা ফেডারাল ট্রেনার৷ ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে জার্মানির এই শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে জেতা দরকার৷ সেটা যে খুব অসাধ্যসাধন, এমন নয়৷ হয়ত কোয়ালিফিকেশন এতটা হাতের কাছে বলেই ল্যোভের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে৷ আসলে ফুটবল একটা গাঁ কিংবা পরিবার: একটু ঝগড়া-কোঁদল-দলাদলি-মনকষাকষি না হলে কি গাঁ কিংবা পারিবারিক জীবনটা জমে? সেই জন্যেই হয়ত জার্মান মিডিয়া এখন সব ছেড়ে বুন্ডেসট্রেনারকে নিয়ে পড়েছে৷
তোমার পতাকা যারে দাও
যাই হোক, ল্যোভ যেন এবার একটা বুনিয়াদি ঘোষণা দিয়েছেন – সমালোচকদের প্রতিটি যুক্তি সাধ্যমতো খণ্ডন করে৷ তাঁর প্রথম কথাই হল: ‘‘হাতের পতাকার মতো বাতাস যেদিকে বইছে, সেদিকে উড়লে জাতীয় কোচের চলবে না৷ আমাকে সিদ্ধান্ত নিতে হবে৷ ওদিকে অনেক স্বঘোষিত বুন্ডেসট্রেনার আছেন এবং থাকবেন, সেটাও স্বাভাবিক৷ ও আমি বহুবছর ধরে দেখছি৷''
এখন প্রশ্ন হলো: ঐ স্বঘোষিত বুন্ডেসট্রেনার-রা কী বলছেন৷
চোখের নজর কম হলে
মাট্স হুমেল্সের ফর্ম ভালো যাচ্ছে না৷ তাই কি ল্যোভ তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছেন? নাকি সাধারণভাবেই ডর্টমুন্ডের প্লেয়ারদের প্রতি ল্যোভের বৈমাত্রেয় সুলভ আচরণ? ল্যোভ খেপে-মেপে বলেছেন: ‘‘ওটা যারা ভাবে, তারা বাস্তবের খেয়াল রাখে না৷ আমাদের লক্ষ্য সব ক্লাব পলিটিক্স ছাড়িয়ে৷ কে কোন ক্লাব থেকে আসছে, সেটা কোনো ব্যাপারই নয়৷'' – আরেক প্রশ্ন: জার্মান ফুটবল ফেডারেশন বা ডিএফবি-র অভ্যন্তরে কি কোচের কোনো সমালোচনাই চলবে না?
স্পর্শকাতর?
‘‘কেউ যে কোনো রকম সমালোচনা করতে পারে না, এ কথা আমি নতুন শুনছি,'' বললেন ল্যোভ৷ আমরা চিরকালই গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারি৷ কেউ তার মতামত প্রকাশ করেছে বলেই তাকে দলে রাখা হবে কিনা, খেলানো হবে কিনা, এ সব সিদ্ধান্ত নেওয়া হয় না৷ দেখা হয় শুধু ফর্ম আর কোয়ালিটি৷'' – লেভারকুজেনের গোল-গেটার স্টেফান কিসলিং-কে এবারেও বিশ্বকাপ স্কোয়াডে না নেওয়ার কারণ কী?
এমার্জেন্সি নাম্বার
‘‘আমার ধারণাগুলো স্পষ্ট, ''বললেন ল্যোভ৷ ‘‘আমার সহকারীদের নিয়ে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোনোরকম চাপ ছাড়া সব সিদ্ধান্ত নিই৷ প্রতিবারেই আমি ক্যাডার সম্পর্কে সিদ্ধান্ত নিই৷'' কিসলিং সম্পর্কে তাঁর বক্তব্য: ‘‘আমি তাকে একেবারে বাদ দেব কেন?'' কিসলিং-এর মোবাইল নম্বর নাকি তাঁর কাছে আছে; বিশ্বকাপের আগে হঠাৎ প্রয়োজন পড়লে তা ঠিকই বার করা হবে৷
ভুয়ো ন'নম্বর
শেষমেষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টিম নিয়ে প্রশ্ন৷ ক্যাপ্টেন ফিলিপ লামের জন্য পূর্বাপর ডানদিকের ডিফেন্সেই ভূমিকা রাখছেন ল্যোভ, তা লাম বায়ার্নের হয়ে যে খেলই দেখিয়ে থাকুন না কেন৷ লামের উল্টোদিকে, অর্থাৎ বাঁদিকে ডিফেন্সের পাল্লা ভারী রাখবেন খুব সম্ভবত মাক্স ক্রুজে৷ মিরোস্লাভ ক্লোজে আর মারিও গ্যোৎসে ইনজুরিতে থাকায় আবার একজন ‘ভুয়ো ন'নম্বরের' খোঁজে রয়েছেন ল্যোভ – যদিও টোমাস ম্যুলারের সে ভূমিকাটা পাবার সম্ভাবনা কম৷ সেক্ষেত্রে সামি কেদিরাকে ফুলব্যাক রেখে, হাফব্যাক পর্যায়ে শোয়াইনস্টাইগার ও টোনি ক্রোজকে বসিয়ে, একেবারে সামনে ম্যুলার, মেসুত ও্যজিল এবং শালকের ইউলিয়ান ড্রাক্সলারকে খেলাতে পারেন ল্যোভ৷
এসি/এসবি (ডিপিএ)