গাংনাম স্টাইল
২০ অক্টোবর ২০১২কেবল কোরিয়া নয়, ইউরোপ অ্যামেরিকার পপ সেনসেশন এখন এই গাংনাম স্টাইল৷ দক্ষিণ কোরিয়ার ৩৪ বছর বয়সি ব়্যাপার সাই-এর নতুন এই নাচ হাজার হাজার তরুণ তরুণীর মন কেড়ে নিয়েছে৷ কোরিয়ার অন্যতম প্রযোজক জোনাথন এইচ কিম মনে করেন কোরিয়ার বিনোদন জগতের নতুন এক যুগের সুচনা মাত্র এই গাংনাম স্টাইলের জনপ্রিয়তা৷ পুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আসা এই প্রখ্যাত চলচ্চিত্র বোদ্ধা বলেন, এখন পশ্চিমা দেশের অনেক মানুষ কোরিয়ান চলচ্চিত্র এবং সংগীতের দিকে আকৃষ্ট হচ্ছে৷ কারণ এইসব ছবির মানও অনেক বেশি৷ জোনাথন কিম বলেন, কোরিয়ান বিনোদন সংস্কৃতি ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ হচ্ছে কোরিয়ানদের আবেগ আর অধৈর্য্য৷ কারণ ছবি ভালো না হলে কোরিয়ানরা সিনেমা হলে বসে থাকে না৷ তাই দর্শক ধরে রাখতে ছবির মান বাড়াতে হয়েছে৷ কোরিয়ান চলচ্চিত্রকে এখন হলিউডের বি গ্রেড ধরা হচ্ছে কারণ দেখতে হলিউডের মতো মনে হলেও এটি অনেক কম খরচে তৈরি হয়৷
গত এক দশকে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে কে-পপ৷ দেখতে শুনতে একেবারে পশ্চিমা ধাচের কিন্তু তার মধ্যেও থাকছে কোরিয়ান ভাষা ও সংস্কৃতির ছোঁয়া৷ এছাড়া গত কয়েক বছরে বেশ কিছু কোরিয়ান ছবি আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছে৷ আর তার সঙ্গে ব়্যাপার সাই-এর গাংনাম স্টাইল এখন নতুন মাত্রা এনে দিয়েছে৷
আরআই/এএইচ (এএফপি)