নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো
২৫ জুলাই ২০১৪পশ্চিম তীরে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা৷ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আর ইসরায়েলের প্রতি ঘৃণা জানাতে রাস্তায় নেমেছে ইরানের জনতা৷
ইসরায়েলি সেনাদের বোমা হামলায় মধ্যে গাজার একটি বাড়ি বিধ্বস্ত হলে দুই নারী নিহত হন৷ নিহতদের একজন অন্তঃসত্ত্বা ছিলেন৷ ফিলিস্তিনের এক জরুরি স্বাস্থ্যকর্মীর দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে চালানো ইসরায়েলের হামলায় অন্তত একশজন নিহত হয়েছেন৷ গত ১৮ দিনে মোট ৮০৮ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে পশ্চিম তীর ও ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে৷ বৃহস্পতিবার রাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ৷ বিক্ষুব্ধরা ইট, পাটকেল এবং পেট্রোল বোমা ছুড়তে শুরু করলে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে৷ গুলিতে একজন নিহত ও কমপক্ষে দেড়শ মানুষ আহত হয়েছেন৷ আহতদের রক্ত দেয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার ইরানের রাজধানী তেহরানসহ ৭০০টি শহরে গণমিছিল হয়েছে৷ মিছিলে অংশগ্রহণকারীদের ‘ইসরায়েল ধ্বংস হোক', ‘অ্যামেরিকা নিপাত যাক' লেখা প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে৷
ইরান রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না৷ হামাসসহ অন্যান্য ‘ইসলামি' সংগঠনকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে দেশটি৷ বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার আলী লারিজানি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আজ গাজার যোদ্ধারা নিজেদের অস্ত্রেই যুদ্ধ করতে সক্ষম৷ তবে একসময় তাদের অস্ত্র তৈরির প্রযু্ক্তি জানা দরকার ছিল এবং আমরা তা দিয়ে তাদের সহায়তা করেছিলাম৷''
এসিবি/জেডএইচ (এএফপি)