1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজী আনিসের আত্মহত্যা:হেনোলাক্স গ্রুপের বিরুদ্ধে মামলা

৫ জুলাই ২০২২

ঠিকাদার গাজী আনিসের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে৷

https://p.dw.com/p/4Deva
প্রতীকী ছবিছবি: Ute Grabowsky/photothek/imago images

আনিসের বড় ভাই নজরুল ইসলাম মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন বলে শাহবাগ থানার এসআাই গোলাম হোসেন খান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

তিনি বলেন, ‘‘মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে৷ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷’’

ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নিজের গায়ে আগুন দেওয়া ঠিকাদার গাজী আনিস হাসপাতালে মারা গেছেন৷ কোম্পানি থেকে পাওনা কোটি টাকা না পেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷

আনিসের দেহের ৮০ শতাংশ পুড়ে যায়৷ তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আনিসের মৃত্যু হয়৷ ৫০ বছর বয়সি গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়, তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন এবং এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন৷

একটি কোম্পানির কাছ থেকে পাওনা কোটি টাকা না পেয়ে ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার চেষ্টা  চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৷ তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী, সোমবার বিকাল ৫টার দিকে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন ৷ শোয়া অবস্থায় তার গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান ৷ তারা পানি ঢেলে আগুন নেভালেও ততক্ষণে তার গায়ের পোশাক সম্পূর্ণ পুড়ে যায় ৷

আনিসকে বার্ন ইনস্টিটিউটে নেওয়ার সময় মো. আলী নামে এক সংবাদকর্মী ছিলেন ৷ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  ‘‘তার সঙ্গে একটু কথা হয়েছিল৷ তিনি বলেছেন, একটি কোম্পানির কাছ থেকে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন৷ ওই কোম্পানি তা দিচ্ছে না ৷ পাওনা পেতে তিনি এর আগে মানববন্ধন করেছিলেন৷ কিন্তু কোনো লাভ হয়নি তাই তিনি নিজের গায়ে আগুন দেন ৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)