গাড়ি চালানোয় সৌদি নারীকে ভর্ৎসনা
১৬ অক্টোবর ২০১৭নতুবা এমন ভিডিও ভাইরাল হবে কেন? টুইটারে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সৌদি আরবে একটি গাড়ির চালকের আসনে বসে আছেন এক নারী৷ আরেক ব্যক্তি, যিনি ভিডিওটি করছিলেন, এগিয়ে যান গাড়িটির দিকে এবং নারীর প্রতি কটূক্তি করেন৷ এ সময় তিনি গাড়িটির ভেতরের অংশ ভিডিও করতে চাইলে গাড়ির গ্লাস তুলে দেন সেই নারী৷
তবে ঘটনা সেখানেই শেষ নয়৷ নারীর গাড়ি চালাতে আপত্তি জানানো ব্যক্তিটি ভিডিও করা অব্যাহত রাখেন৷ তিনি সেই গাড়ির সামনে অংশের ভিডিও করেন৷ এবং এক পর্যায়ে দেখা যায় যে, গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন সেই নারী৷
টুইটারে ভিডিওটি প্রকাশ হওয়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে৷ অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ এক ব্যক্তি লিখেছেন, ‘‘নারীটি নিয়ম লঙ্ঘন করেছেন৷ আর পুরুষটি সেই নারীর ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত করেছেন....দু'জনেরই শাস্তি হওয়া উচিত৷'' টুইটারে আরেক ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছেন যে, সৌদি রাজা নারীদের গাড়ি চালানোর অনুমতি দিলেও তা এখনো আইন আকারে চালু হয়নি৷ ফলে সেদেশে নারীর গাড়ি চালানো এখনো অবৈধ!
এআই/ডিজি