1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ির উইন্ডস্ক্রিনে বরফ জমতে দেবে না নতুন প্রযুক্তির কাঁচ

২১ ডিসেম্বর ২০১০

বরফের দেশে চলাফেরায় নানা সমস্যার মধ্যে পড়তে হয়৷ যাদের গাড়ি রয়েছে তাদেরকে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আধঘণ্টা আগে গাড়ির সামনের কাঁচের বরফ পরিষ্কার করতে হয়৷ তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন জার্মানির বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/Qh6l
ছবি: DW/Böhme

জার্মানির ফ্রাউনহফার ইন্সটিটিউট অব সারফেস টেকনোলজি বা আইএসটি-র বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণায় নতুন এক ধরণের কাঁচ আবিষ্কার করেছেন৷ তাঁদের সঙ্গে ছিলেন জার্মানির দুই গাড়ি কোম্পানি ফোক্সভাগেন এবং অডির গবেষকরা৷ তাঁরা জানিয়েছেন নতুন আবিষ্কৃত কাঁচের ওপর তুষার পড়লেও কোন বরফ জমবে না৷ এমনকি মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই কাঁচ থাকবে বরফমুক্ত৷ জানা গেছে, নতুন কাঁচের এই রহস্যের পেছনে রয়েছে ইন্ডিয়াম টিন অক্সাইড নামক পদার্থের পরত৷

ফোক্সভাগেন কোম্পানির গবেষক থমাস ড্রেশার এই ব্যাপারে বলেন, ‘‘আমরা এটাকে ‘লো ই' অর্থাৎ লো থারমাল এমিসিভিটি-র পরত বলে থাকি৷ এটি তাপকে উপরে যেতে বাধা দেয়৷ এর ফলে গাড়ির কাঁচটি ঠাণ্ডা হয় না এবং এর ফলে তার ওপর কোন বরফও জমতে পারে না৷ তবে এটি গাড়িকে পুরোপুরি বরফ মুক্ত রাখতে পারবে না৷ কিন্তু সামনের রাস্তা দেখতে ড্রাইভারের যতটুকু প্রয়োজন ততটুকু সহায়তা করতে পারবে৷''

এই নতুন প্রযুক্তির কাঁচের একটি সমস্যাও রয়েছে৷ তা হলো, এটি রেডিও সিগন্যালে বাধা দেয়৷ ফলে গাড়ির ভেতর রেডিও চালাতে গিয়ে সমস্যা হতে পারে৷ এছাড়া গাড়ির ভেতর মোবাইল নেটওয়ার্ক পেতেও সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা৷ তবে এরপরও কম কী? অন্তত শীতকালের কয়েকটি মাস গাড়ি দুর্ঘটনা কমাতে সহায়তা করবে এই নতুন কাঁচ৷ এছাড়া প্রতিদিন সকালে উঠে কাঁচ পরিষ্কারের ঝামেলাও কমবে অনেক৷

জানা গেছে, ফোক্সভাগেন নতুন প্রযুক্তির উইন্ডস্ক্রিনের গাড়ি বাজারে আনতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই