গাড়ির উইন্ডস্ক্রিনে বরফ জমতে দেবে না নতুন প্রযুক্তির কাঁচ
২১ ডিসেম্বর ২০১০জার্মানির ফ্রাউনহফার ইন্সটিটিউট অব সারফেস টেকনোলজি বা আইএসটি-র বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণায় নতুন এক ধরণের কাঁচ আবিষ্কার করেছেন৷ তাঁদের সঙ্গে ছিলেন জার্মানির দুই গাড়ি কোম্পানি ফোক্সভাগেন এবং অডির গবেষকরা৷ তাঁরা জানিয়েছেন নতুন আবিষ্কৃত কাঁচের ওপর তুষার পড়লেও কোন বরফ জমবে না৷ এমনকি মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই কাঁচ থাকবে বরফমুক্ত৷ জানা গেছে, নতুন কাঁচের এই রহস্যের পেছনে রয়েছে ইন্ডিয়াম টিন অক্সাইড নামক পদার্থের পরত৷
ফোক্সভাগেন কোম্পানির গবেষক থমাস ড্রেশার এই ব্যাপারে বলেন, ‘‘আমরা এটাকে ‘লো ই' অর্থাৎ লো থারমাল এমিসিভিটি-র পরত বলে থাকি৷ এটি তাপকে উপরে যেতে বাধা দেয়৷ এর ফলে গাড়ির কাঁচটি ঠাণ্ডা হয় না এবং এর ফলে তার ওপর কোন বরফও জমতে পারে না৷ তবে এটি গাড়িকে পুরোপুরি বরফ মুক্ত রাখতে পারবে না৷ কিন্তু সামনের রাস্তা দেখতে ড্রাইভারের যতটুকু প্রয়োজন ততটুকু সহায়তা করতে পারবে৷''
এই নতুন প্রযুক্তির কাঁচের একটি সমস্যাও রয়েছে৷ তা হলো, এটি রেডিও সিগন্যালে বাধা দেয়৷ ফলে গাড়ির ভেতর রেডিও চালাতে গিয়ে সমস্যা হতে পারে৷ এছাড়া গাড়ির ভেতর মোবাইল নেটওয়ার্ক পেতেও সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা৷ তবে এরপরও কম কী? অন্তত শীতকালের কয়েকটি মাস গাড়ি দুর্ঘটনা কমাতে সহায়তা করবে এই নতুন কাঁচ৷ এছাড়া প্রতিদিন সকালে উঠে কাঁচ পরিষ্কারের ঝামেলাও কমবে অনেক৷
জানা গেছে, ফোক্সভাগেন নতুন প্রযুক্তির উইন্ডস্ক্রিনের গাড়ি বাজারে আনতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই