গুগল অনুবাদকে যোগ হলো বাংলা ভাষা
২৫ জুন ২০১১বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা৷ ভারতের পশ্চিমবঙ্গসহ অনেক অঞ্চলে বাংলা মানুষের মুখের ভাষা৷ এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অগুনতি বাংলা ভাষাভাষী মানুষজন৷ এই ভাষায় তাই গুগলের অনুবাদক যন্ত্র ব্যবহারের আগ্রহ মানুষের বহুদিনের৷ গত ২১ জুন গুগল এক ব্লগ পোস্টে জানায়, বাংলাসহ আরো চারটি ভাষা যোগ করা হয়েছে সংস্থাটির অনুবাদক যন্ত্রে৷ ফলে, যেকেউ ইন্টারনেটে এখন সহজেই বাংলা ভাষা থেকে অন্য ভাষায় কিংবা অন্য ভাষা থেকে বাংলায় ভাষান্তরের কাজটি সারতে পারবে৷ সবমিলিয়ে গুগলের অনুবাদকের তালিকায় এখন রয়েছে ৬৩টি ভাষা৷
তবে, নতুন যোগ করা ভাষাগুলো গুগল এখনো ‘আলফা' কেটিগরিতে রেখেছে৷ এর মানে হচ্ছে, এসব ভাষার অনুবাদকে প্রচুর সম্পাদনার প্রয়োজন রয়েছে৷ সংস্থাটির রিসার্চ সায়েন্টিস্ট আশিষ ভেনুগোপাল জানিয়েছেন, আপনি যদি আমাদের অনুবাদকে কোন ধরনের ভুলভ্রান্তি দেখতে পান, তাহলে সম্পাদনা করুন৷
এদিকে, গুগলের বাংলা অনুবাদক নিয়ে বেশ আলোচনা চলছে বাংলা ব্লগ আঙ্গিনায়৷ বিশেষ করে, গুগল অনু্বাদক যন্ত্রের ভুল অনুবাদ নিয়ে অনেকে মজাও করেছেন৷ ব্লগার রেজওয়ান এর প্রতিবাদ করে লিখেছেন, ‘‘...আমি মনে করি গুগল ট্রান্সলেটর বাংলা ভাষাভাষীদের জন্য একটি যুগান্তকারী টুল''৷
গুগল অনুবাদকে বাংলা ভাষার উন্নয়নে সহায়তা করতে পারেন যেকেউ৷ ইন্টারনেটে এই সম্পাদনা পদ্ধতি নিয়ে বিস্তারিত পাওয়া যাবে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়