গুজব : ভারতে ট্রেন থেকে ঝাঁপিয়ে অন্তত ১১ জনের মৃত্যু
২২ জানুয়ারি ২০২৫বিজ্ঞাপন
আয়ুশ প্রসাদ নামের ভারতের পশ্চিমাঞ্চলের জলগাও জেলার এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘একটি ট্রেনের তলে চাপা পড়ে মানুষগুলো মারা গেছেন৷
তিনি আরো বলেন, ‘‘১১ জন মারা গেছেন এবং পাঁচ জনের চিকিৎসা চলছে৷''
ভারতের রেলওয়ের এক কর্মকর্তা বলেছেন, কেউ মুম্বাইগামী একটি ট্রেনের অ্যালার্ম চেইন টানেন৷ এতে বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন৷ আর তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের নীচে চাপা পড়েন৷
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন৷
জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)