1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাট

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১০ ডিসেম্বর ২০১২

গুজরাট বিধানসভা ভোটের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি৷ নির্বাচনি প্রচারের শেষ দিনে কংগ্রেস আর বিজেপি’র তরজা তুঙ্গে৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, গুজরাটের মোদী সরকার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন৷ দেশকে এ থেকে বাঁচাতে হবে৷

https://p.dw.com/p/16zGl
epa03451413 Chief minister of the Indian state of Gujarat, Narendra Modi (3-R), greets supporters as he arrives to attend a Bhartiya Janta Party (BJP) election rally in Kangra, Himachal Pradesh, India, 29 October 2012. Indian state of Himachal Pradesh goes to polls on 04 November. EPA/SANJAY BAID
ছবি: picture-alliance/dpa

আর ৪৮ ঘণ্টা পেরোলেই গুজরাট বিধানসভার প্রথম পর্বের ৮৭টি আসনে ভোট৷ প্রচার অভিযানের শেষ দিন আজ৷ তাই প্রধান দুটি যুযুধান দল বিজেপি ও কংগ্রেসের কাজিয়া এখন তুঙ্গে৷ কথা হলো, এই নির্বাচনে রাজ্যের মুসলিম সম্প্রদায় কতটা উপকৃত হবে? উন্নয়নের সুফল কতটা পেয়েছে তারা? কী আশা করে তারা নির্বাচিত নতুন সরকার থেকে? গুজরাটে রাজনৈতিক মেরুকরণের শিকার হয়েছে তারা৷ বঞ্চিত হয়েছে উন্নয়নের সুফল থেকে৷ তাই ভোট নিয়ে তাদের হেলদোল নেই৷

গুজরাট বিধানসভার ১৮২টি আসনের জন্য একজনও মুসলিম প্রার্থী নেই৷ ৫ কোটি ৭৫ লাখ ভোটদাতার মধ্যে ৭৫ লাখ মুসলিম ভোট৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নির্বাচনি প্রচারে গিয়ে মোদীর বিরুদ্ধে সংখ্যালঘু তাস খেলেন৷ বলেন, বিভাজনের রাজনীতি করছেন মোদী সরকার, যা দেশ ও সমাজকে দুর্বল করছে৷ নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়৷ উল্লেখ্য, ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষত আজও শুকায়নি৷ দেড় থেকে ২ হাজার লোক হয়েছিল তার বলি৷

epa03457404 Indian Prime Minister Manmohan Singh(C) Congress party president Sonia Gandhi (R) and Congress party general secretary Rahul Gandhi (L) wave to their supporters during a public rally in New Delhi, India, 04 November 2012. Addressing the Congress party's rally Prime Minister Singh said, the move to allow foreign investment in multi brand retail and hiking diesel prices in the face of much opposition were aimed at ushering in faster economic reforms that will help the country to progress and earn more money to launch welfare schemes to help the poor people, news reports said. EPA/HARISH TYAGI +++(c) dpa - Bildfunk+++
গুজরাটে ভোট ব্যাংক রাজনীতির ওপরে উঠতে পারেনি কংগ্রেসছবি: picture-alliance/dpa

পাল্টা আক্রমণ শানিয়েছে মোদী৷ বলেছেন, ভোটের জন্য কংগ্রেস সংখ্যালঘু তাস খেলছে৷ ভোট ব্যাংক রাজনীতির ওপরে উঠতে পারেনি কংগ্রেস৷ সমালোচকদের মুখে ছাই দিয়ে উন্নয়নের নিরিখে গুজরাট আজ প্রথম সারিতে এমনটাই তাঁর দাবি৷ তিনি তুলে ধরেছেন সুশাসন, কর্ম সংস্থান, কাছে টানতে চেয়েছেন মধ্যবিত্ত শ্রেণিকে যারা বিজেপি'র ভোট ব্যাংক৷

উন্নয়নের দাবি খারিজ করে সোনিয়া গান্ধী পরিবর্তনের ডাক দিয়ে বলেন, জল ও বিদ্যুৎ সংকটে ভুগছে রাজ্যের মানুষ, বিশেষ করে কৃষিজীবীরা৷ জল সংকট মোকাবিলায় সেচ প্রকল্প ব্যর্থ হয়েছে মোদী সরকার শুধু রাজনীতি করার জন্যই৷ কেন্দ্র বিদ্যুৎ দেয়া সত্ত্বেও কেন সাড়ে চার লক্ষ কৃষক বিদ্যুৎ পাচ্ছে না – তার জবাব দিক মোদী সরকার৷

তবু কট্টর হিন্দুত্ববাদী মোদীর কঠোর ও স্বেচ্ছাচারি ভাবমূর্তি সত্ত্বেও তাঁর পায়ের তলার মাটি গুজরাটে শক্ত৷ তৃতীয়বার জিতে ফিরলে নরেন্দ্র মোদী ২০১৪ সালের সাধারণ নির্বাচনে জাতীয় রাজনীতিতে বিজেপি'কে নিয়ে যাবে নতুন শিখরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য