গুপ্তচর সন্দেহে চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র
২৬ সেপ্টেম্বর ২০১৮চীনা নাগরিক শি চাকুয়েই ২০১৩ সালে উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন৷ ইলিনয় ইন্সটিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করছিলেন তিনি৷ ২০১৬ সালে ‘ইউএস আর্মি রিজার্ভ'-এ নিজেকে অন্তর্ভূক্ত করতে সক্ষম হন তিনি৷
অভিযোগ উঠেছে অন্তত আটজন মার্কিন ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করেছিলেন জি, যার মধ্যে সাতজনই অতীতে মার্কিন সামরিকবাহিনীর সঙ্গে কাজ করেছেন বা এখনো কর্মরত আছেন৷ তাঁরা সবাই মার্কিন নাগরিক হলেও তাঁদের জন্ম চীন বা তাইওয়ানে হয়েছিল৷
মার্কিন বিচারবিভাগএক বিবৃতিতে জানিয়েছে, শি চাকুয়েই'র বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে একটি বিদেশি সরকারের এজেন্ট হিসেবে প্রতক্ষ্যভাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে৷ এফবিআইয়ের তদন্তে তাঁর সঙ্গে এক চীনা গোয়েন্দা কর্মকর্তার ২০১৩ সালে টেক্সট ম্যাসেজ আদান-প্রদানের প্রমাণও পাওয়া গেছে বলে জানা গেছে৷ তিনি নাকি সেই কর্মকর্তার সঙ্গে পরবর্তীতে একাধিকবার সাক্ষাৎ করেছেন৷
উল্লেখ্য, শি-কে মঙ্গলবার শিকাগোর আদালতে হাজির করা হয়৷ তিনি তখন আইনজীবীর মাধ্যমে তাঁকে গ্রেপ্তারের খবর চীনা কনস্যুলেটে জানানোর দাবি জানান৷ যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ড৷
এআই/এসিবি (এপি, রয়টার্স)