গুম-ক্রসফায়ার
১৭ নভেম্বর ২০১২মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ছয় বছরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ১৭৩ জন নিখোঁজ হয়েছেন৷ তাদের মধ্য ২৯ জনের লাশ উদ্ধার হয়েছে৷ ১০ জন কারাগারে এবং একজনকে পুলিশের সোপর্দ করা হয়েছে৷ ১১৮ জনের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি৷ চলতি বছরেই ৪৯ জন অপহৃত হয়েছেন৷ তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের লাশ পাওয়া গেছে অপহরণের পর৷ আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তারা এই হিসাব তৈরি করেছেন৷
তিনি বলেন, অপহৃতদের মধ্য পরে যাদের লাশ উদ্ধার হয়েছে তা দেখে তাদের মনে হয়, তারা সুশৃঙ্খল বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন৷ নির্যাতনের ধরণই বলে দেয় তাদের হত্যার পিছনে কারা রয়েছেন৷
বাংলাদেশে নিখোঁজ বা গুমের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে৷ কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে জানান, এ নিয়ে তারা জাতিসংঘে রিপোর্টও দিয়েছেন৷ তিনি বলেন, লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ক্রসফায়ারের ঘটনা কমে আসছে৷ কিন্তু বেড়ে যাচ্ছে নিখোঁজ বা গুমের ঘটনা৷ তিনি বলেন, ক্রসফায়ার কমে যাওয়া আর গুম বেড়ে যাওয়ার মধ্যে কোন কার্যকারণ সম্পর্ক আছে কিনা তা দেখা প্রয়োজন৷
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, গুম অপহরণের পিছনে যারাই থাকুকনা কেন, রাষ্ট্র এর দায় এড়াতে পারেনা৷