গুয়ার্দিওলার ভবিষ্যত
২৮ এপ্রিল ২০১২আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশী শোনা যাচ্ছে ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির নাম৷ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে এবার ফাইনালে উঠেছে অল ব্লুজ-রা৷ তবে চেলসির মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের প্রিয়দের তালিকায় এক নম্বরে রয়েছেন গুয়ার্দিওলা, এমন গুঞ্জন এখন ভাসছে ইউরোপের ফুটবল জগতে৷ যদিও গুয়ার্দিওলা জানিয়েছেন যে ফুটবল অনেক হয়েছে, আপাতত তিনি এখন বিশ্রাম চান৷ তবে আব্রামোভিচ এই স্প্যানিশ কোচকে পেতে এমন প্রস্তাব নাকি দেবেন যেটা তিনি ফেরাতে পারবেন না৷ অবশ্য, কেবল আব্রামোভিচ কেন বিশ্বের যে কোন ফুটবল ক্লাবের মালিকই চাইবে ৪১ বছরের গুয়ার্দিওলাকে পেতে৷ গত কয়েক বছরে বিশ্বের সেরা ফুটবল ক্লাবে পরিণত হয়েছে বার্সেলোনা৷ একের পর এক শিরোপা জয় বড় কথা নয়, বরং বার্সেলোনার ফুটবল গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে৷ জাবি-ইনিয়েস্তা-মেসিদের টিকি-টাকা ফুটবল যেন ব্রাজিলীয় ফুটবলের ইউরোপীয় সংস্করণ৷ আব্রামোভিচও স্বপ্ন দেখছেন অল ব্লুজ-রাও সেভাবে ফুটবল খেলে সকলের মন জয় করে নেবে৷ তাই তার প্রয়োজন বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলাকে৷ যদিও এখনই সব কিছু নিশ্চিত নয়৷
তবে পেপ যদি চেলসিতে চলেই আসেন তাহলে কপাল পুড়বে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান কোচ রবার্তো দি মাত্তেও-র৷ গত মাসের শুরুতে দলের পর্তুগিজ কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়৷ তারপর থেকে দলের দেখাশোনা করছেন ইটালীয় কোচ মাত্তেও৷ এবং এখন পর্যন্ত ভালো ভাবেই টেনে নিয়ে যাচ্ছেন ইংলিশ লিগের অন্যতম দল চেলসিকে৷ তিনিও আশা করছেন, চেলসির হট সিটটি শেষ পর্যন্ত তার হবে৷ দেখা যাক, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালই বোধ হয় তার থাকা না থাকা নিয়ে অনেক কিছু ঠিক করে দেবে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়