1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহে নির্যাতিত কন্যা সন্তান

৮ মে ২০০৮

মেয়েদের ওপর নির্যাতন শুধু বাইরে থেকেই নয় পরিবারের মধ্যে থেকেই শুরু হয়৷ বাবা-ভাই ছাড়াও স্বামী বা শশুড় বাড়ীর লোকজন নির্যাতন করছে তা আমরা প্রায়ই শুনি৷ কোন কোন ক্ষেত্রে বাবা-ভাই ও পিছিয়ে থাকে না৷

https://p.dw.com/p/Dwsm
নতুন দিন কি কখনো আসবে ?ছবি: DW-TV
এবং যে মেয়েটির ওপর অত্যাচার করা হচ্ছে সে মেয়েটিও একসময় ধরে নেয় এটাই স্বাভাবিক৷ অস্ট্রিয়ার এ ঘটনার মত ঘটনা ভারত বাংলাদেশেও অহরহ হচ্ছে কিন্তু কখনোই তা জনসম্মুখে তুলে ধরা হয়না৷ কেন তুলে ধরা হচ্ছে না তা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেম বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম