1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপনীয়তা বজায় রাখতে নাম পরিবর্তন করার পরামর্শ গুগল সিইও’র!

১৯ আগস্ট ২০১০

অনলাইনে বিভিন্ন কাজের জন্য আমাদের ব্যক্তিগত তথ্য দিতে হয়৷ এছাড়া সামাজিক যোগাযোগের সাইটগুলোতেও অনেকেই নিজেদের সম্পর্কে বহু তথ্য দিয়ে থাকেন৷ বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতাটা বেশি৷

https://p.dw.com/p/Or7p
গুগলের প্রধান নির্বাহী এরিক স্মিডটছবি: picture-alliance/dpa

কিন্তু এভাবে বেশি তথ্য দেয়া ঠিক নয়, বলে মনে করছেন গুগলের প্রধান নির্বাহী এরিক স্মিডট৷ তাঁর আশঙ্কা, যেসব তরুণ এখন অনলাইনে নিজের সম্পর্কে বেশি তথ্য দিচ্ছে, ভবিষ্যতে যখন তারা বড় হবে তখন এর কুফল বুঝতে পারবে৷ তখন তারা চাইবে আরও গোপনীয়তা৷ কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না৷ ফলে এমনও হতে পারে যে, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে তাদের হয়তো নিজের নাম পরিবর্তন করতে হতে পারে!

ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক প্রবন্ধে তিনি এ মন্তব্য করেছেন৷ তিনি বলেন, একজনের সম্পর্কে যখন সবকিছু জানা থাকে তখন কী হতে পারে সে ব্যাপারে তরুণদের কোনো ধারণা নেই৷ সামাজিকভাবে বিষয়টি নিয়ে এখনই ভাবার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

এদিকে তাইওয়ানের ফোন তৈরির কোম্পানি এইচটিসি ও যুক্তরাষ্ট্রের ভেরিজন কোম্পানির সঙ্গে মিলে একটি ট্যাবলেট কম্পিউটার তৈরি করতে যাচ্ছে গুগল৷ অ্যাপলের আইপ্যাডের সঙ্গে টেক্কা দেয়ার জন্যই এই প্রকল্প হাতে নিয়েছে গুগল৷

নতুন এই ট্যাবলেট কম্পিউটারের নাম এখনো ঠিক না হলেও আগামী নভেম্বরের ২৬ তারিখে বাজারে আনার পরিকল্পনা করে ফেলেছে গুগল৷ দিনটি হলো যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে'র পরের দিন৷ এই দিনটিকে সাধারণত শপিং মৌসুমের শুরুর দিন ধরা হয়৷

অবশ্য গুগলের আগেই অ্যাপল আইপ্যাডের আরেকটি প্রতিদ্বন্দ্বী বাজারে আনতে যাচ্ছে স্যামসাং৷ তারা অবশ্য ইতিমধ্যে কম্পিউটারটির নাম দিয়ে দিয়েছে৷ আর সেটা হলো ‘গ্যালাক্সি'৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই