জরিমানা দিচ্ছে গুগল
১০ আগস্ট ২০১২ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দ, অপছন্দের বিষয়াদি জানতে সবসময়ই তৎপর থাকে বিভিন্ন ওয়েবসাইট৷ বিশেষ করে একজন ব্যবহারকারী ইন্টারনেটে কোন বিষয়ে খোঁজ করছেন, তা সুনির্দিষ্টভাবে জানাটা গুগল কিংবা ফেসবুকের জন্য লাভজনক৷ তখন সে অনুযায়ী, বিজ্ঞাপন সাজানো যায় কিংবা বিভিন্ন তথ্য পরিবেশন করা যায়৷ অনেক ওয়েবসাইটই এই কাজটি ইন্টারনেট ব্যবহারকারীদেরকে জানিয়ে করে থাকে৷
কোনো ইন্টারনেট ব্যবহারকারী যদি নিজের ব্যক্তিগত পছন্দ, অপছন্দের বিষয়াদি জানাতে না চান তাহলে ইন্টারনেট ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে সেটা বন্ধ করে রাখা যায়৷ সেক্ষেত্রে ‘কুকিস' নামক কম্পিউটার কোড ব্যবহার করে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে না৷
কিন্তু গুগল ব্যবহারকারীর ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে অন্যায়ভাবে তাদের ব্যক্তিগত আগ্রহের বিষয়াদি জমা করেছে৷ সুনির্দিষ্টভাবে, অ্যাপল আইফোন এবং আইপ্যাডে ব্যবহৃত সাফারি ব্রাউজারের সিটিংস এড়িয়ে গিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে ওয়েবসাইটটি৷ মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি'র তদন্তে এই বিষয়টি ধরা পড়েছে৷ অথচ গত বছরই এফটিসি ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় গুগল এবং ফেসবুকের সঙ্গে সম্মতির ভিত্তিতে একটি নির্দেশনা প্রকাশ করেছিল৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, গুগল সেটা মেনে চলেনি৷
যাহোক, বিষয়টির মিমাংসায় ২২.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা প্রদানে সম্মত হয়েছে গুগল৷ যদিও এই অর্থ গুগলের জন্য এমন কোনো বড় বিষয় নয়৷ শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গুগলের আয় ১২.২১ বিলিয়ন মার্কিন ডলার৷ অলাভজনক প্রতিষ্ঠান কনজিউমার ওয়াচডগ'এর গোপনীয়তা সুরক্ষা বিষয়ক প্রকল্পের পরিচালক জন সিম্পসন দাবি করেছেন, এফটিসি গুগলকে খুব কম অর্থের বিনিময়ে দায় এড়ানোর সুযোগ করে দিয়েছে৷ অথচ এর চেয়ে বেশি অর্থ সম্ভবত প্রতিষ্ঠানটি তার কর্মীদের দুপুরের খাবারের পেছনে ব্যয় করে৷
বলাবাহুল্য, এই জরিমানা প্রদান করায় গুগল অপরাধ স্বীকারের প্রক্রিয়া থেকে রেহাই পাবে৷ তবে সংস্থাটি সাফারি ব্রাউজারের সেটিংস এড়িয়ে ‘কুকুস' ব্যবহারের চর্চা থেকে বিরত থাকবে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স)
সম্পাদনা: দেবারতি গুহ