গোয়াতে বিচ পার্টি নিষিদ্ধ
২১ ডিসেম্বর ২০০৮প্রতি বছরের শেষদিকে ভীষণভাবে জমে ওঠে ভারতের অন্যতম পর্যটন নগরী গোয়ার সাগরতীর বা গোয়া বিচ৷ হাজার হাজার দেশী বিদেশী পর্যটকের ভীড়ে গোয়া বিচে দেখা যায় ভিন্ন এক রূপ৷ নেচে গেয়ে তারা পালন করেন ক্রিসমাস ও থার্টি ফার্স্ট নাইটের মুহুর্তগুলো৷ পশ্চিমা বিশ্বের সঙ্গে পুর্বের এক মিলনের আমেজ দেখা যায় গোয়ার এই বিচে৷ কিন্তু এবার আর তেমন কিছু দেখা যাবে না সেখানে৷ কারণ ভারতীয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে এবার ২৩শে ডিসেম্বর থেকে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত গোয়ার সাগরতীরে সব ধরণের পার্টি নিষিদ্ধ করা হয়েছে৷ গোয়ার মুখ্যমন্ত্রী এম দিগাম্বের কামাত জানিয়েছেন বিচ পার্টি নিষিদ্ধ হলেও হোটেলগুলোতে পার্টির অনুমতি বজায় থাকছে৷
তবে মুখ্যমন্ত্রীর এ অনুমতিতেও খুশী নন হোটেল মালিকরা৷ কারণ গোয়ার আসল আকর্ষণই যে বিচ পার্টি৷ যার কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এখানে৷ আর এ উপলক্ষে দেদারসে পয়সা কামান হোটেল মালিকরা ৷ এমনিতেই বিশ্ব অর্থনীতিতে মন্দার কারণে গত কয়েক মাস ধরে পর্যটকের আগমন কমে গিয়েছে৷ তার ওপর বিচ পার্টি বন্ধ করে দেয়ায় হোটেল মালিকরা ছাড়াও ছোটখাটো ব্যবসায়ীদের মাথায় এবার হাত পড়েছে৷