গ্যোটে ইন্সটিটিউটের সাত দশক
১৯৫১ সালের ৯ আগস্ট যাত্রা শুরু করে গ্যোটে ইন্সটিটিউট৷ বর্তমানে জার্মান ভাষা ও সংস্কৃতি শিক্ষার এই প্রতিষ্ঠানের নানা দিক জানুন এই ছবিঘরে...
মিউনিখ থেকে শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ছয় বছর পর তৎকালীন ডয়চে আকাডেমির জায়গায় চালু হয় গ্যোটে ইন্সটিটিউট৷ শুরুর দিকে এই প্রতিষ্ঠানের কাজ ছিল জার্মান ভাষার শিক্ষক অথচ বিদেশি নাগরিক, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া৷ ছবিতে দেখা যাচ্ছে ঘানা থেকে আসা শিক্ষার্থীদের মিউনিখ শহরের পথে হেঁটে বেড়াতে৷
ইতিবাচক জার্মানির বিজ্ঞাপন
এই প্রতিষ্ঠানটি শুরুতে গোটা বিশ্বের কাছে জার্মানি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করায় নজর দেয়৷ ১৯৫২ সালে গ্রিসের রাজধানী এথেন্সে গ্যোটে ইন্সটিটিউট চালু হলে একে একে অন্যান্য দেশেও খুলতে থাকে শাখা৷ ছবিতে ভারতের মুম্বাই শহরের গ্যোটে ইন্সটিটিউট৷ তবে ভারতে এই প্রতিষ্ঠান পরিচিত বিখ্যাত ইন্ডোলজিস্ট মাক্স ম্যুলারের নামেই (মাক্স ম্যুলার ভবন)৷
চরবৃত্তির বদলে...
ডয়চে আকাদেমির বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগকে পেছনে ফেলে নতুন করে যাত্রা শুরু করে গ্যোটে ইন্সটিটিউট৷ বিশ্বযুদ্ধের সময়ে ডয়চে আকাদেমি নাৎসি প্রোপাগাণ্ডা ছড়াতে কাজ করে, এমনটা ধারণা করা হতো৷ এ কারণেই ১৯৪৫ সালে মার্কিন বাহিনি আকাদেমির ভবন ভেঙে ফেলে৷ ছবিতে সত্তরের দশকে গ্যোটে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা৷
সংগীতের সাথে গোটা বিশ্বে
পঞ্চাশ ও ষাটের দশকে বিশ্বের বহু দেশ ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসতে শুরু করে৷ এশিয়া, উত্তর ও পশ্চিম আফ্রিকার এমন দেশগুলিতে চালু হতে থাকে গ্যোটে ইন্সটিটিউটের শাখা৷ এই শাখাগুলির হাত ধরে জার্মান ও স্থানীয় সংগীত শিল্পীদের মধ্যেও সখ্য গড়ে ওঠে৷ ছবিতে জার্মান স্যাক্সোফোন বাদক ক্লাউস ডোলডিঙ্গার ও পাকিস্তানি সংগীতশিল্পীরা৷
জার্মান সংস্কৃতির প্রসার
আশির দশক থেকে পরীক্ষামূলক ভাষা শেখার জন্য চালু হয় ‘ল্যাঙ্গুয়েজ ল্যাবের’ ধারা৷ গ্যোটে ইন্সটিউট এই ধারায় বিশ্বজুড়ে সৃষ্টি করে ভাষা শিক্ষার একটি নির্দিষ্ট কাঠামো, যা আজ বিশ্বের ৯৮টি দেশের ১৬৯টি শাখাজুড়ে তুলে ধরছে জার্মান সংস্কৃতি, ভাষা ও মূল্যবোধের চিত্র৷
অন্তর্বাস ও গ্যোটে ইন্সটিটিউট
১৯৮৭ সালে একটি জার্মান টেলিভিশন অনুষ্ঠানে ডাচ কৌতুকশিল্পী রুডি কারেল এক ছবিতে ইরানের তৎকালীন রাষ্ট্রনেতা আয়াতোল্লাহ খোমেনির দিকে নারীর অন্তর্বাস ছুঁড়ে মারার দৃশ্য দেখান৷ প্রতিবাদে তেহরান থেকে জার্মান কূটনীতিকদের ফিরিয়ে দেওয়া হয়৷ বন্ধ করা হয় বিমান যোগাযোগ ও সেখানের গ্যোটে ইন্সটিটিউটের শাখা৷
পূর্ব ইউরোপে গ্যোটে ইন্সটিউট
সোভিয়েত ইউনিয়নের পতনের পর গ্যোটে ইন্সটিটিউট পূর্ব ইউরোপের দেশগুলিতে শাখা খোলা শুরু করে৷ ১৯৯২ সালে জার্মান পররাষ্ট্র মন্ত্রী ক্লাউস কিংকেল মস্কোতে গ্যোটে ইন্সটিটিউট উদ্বোধন করেন৷ ছবিতে সেই মুহূর্ত৷
শান্তির বাণী
২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকে গোটা বিশ্বজুড়ে গ্যোটে উন্সটিটিউট নজর দেয় শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়ানোর দিকে৷ বিভিন্ন সংস্কৃতির সাথে আদানপ্রদানের বিষয়টি গুরুত্ব পায় এই প্রতিষ্ঠানের কার্যকলাপে৷
প্রশ্নের উত্তর খুঁজতে...
২০১৬ সালে গ্যোটে ইন্সটিউট শুরু করে ‘কুলটুরজিমপোসিয়াম ভাইমার’ প্রকল্প, যার লক্ষ্য ছিল বর্তমান বিশ্বের জ্বলন্ত সমস্যার সমাধান খোঁজা৷ ছবিতে দেখা যাচ্ছে সেই প্রকল্পের একটি মঞ্চ উপস্থাপনা তাইওয়ানের গ্যোটে ইন্সটিটিউটে৷ রোবটের সাথে নাচ করে শিল্প ও প্রযুক্তির ফারাক বোঝাচ্ছেন নৃত্য শিল্পী ও প্রকৌশলী হুয়াং ই৷
জার্মানির পূর্ণ চিত্র
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিলে এই প্রতিষ্ঠানটি ‘জার্মান বছর’ উদযাপন করে থাকে৷ এই অনুষ্ঠানের উদ্দেশ্য জার্মানির বিভিন্ন দিক বিশ্বের সামনে তুলে ধরা৷ মেক্সিকোতে অনুষ্ঠিত এমনই এক ‘ডয়েচলান্ডইয়ারে’ অনুষ্ঠানে যোগ দেন আঙ্গেলা ম্যার্কেলও৷
সাত দশক পর
করোনা অতিমারি গ্যোটে ইন্সটিটিউটের কাজে ডিজিটাল ঝোঁক বাড়িয়ে তুলেছে৷ প্রেসিডেন্ট কারোলা লেনৎট ও সেক্রেটারি জেনারেল ইয়োজানেস এবার্টের নেতৃত্বে নভেম্বর ২০২১ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সত্তর বছর পূর্তির উদযাপন৷ প্রতিষ্ঠানটির নতুন ওয়েবসাইটে রয়েছে হালনাগাদ তথ্য ও ইতিহাসের ছবি৷