গ্রামকে সঙ্গে নিয়ে করতে হবে নগর পরিকল্পনা
১২ মার্চ ২০১১এমনিতেই শহরগুলোতে মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে কোলাহল৷ এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করলেন৷ বললেন, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর শতকরা ৭০ ভাগ মানুষ শহরমুখী হবেন৷ সম্প্রতি বিশ্বের নামকরা আবাসন কোম্পানি ‘মিপিম' এর বার্ষিক অনুষ্ঠানে একথা বলা হয়৷ সেখানে বলা হয়, মানুষের অতিরিক্ত সংখ্যা পরিবেশ এবং অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করবে৷ এবং এ কারণে অবিলম্বে নগর পরিকল্পনা জরুরী হয়ে দাঁড়িয়েছে৷
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি শহরে গত সোমবার হয়ে গেল ‘মিপিম' এর উদ্বোধনী অনুষ্ঠান৷ সেদিন লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, ‘‘বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে শহরগুলোর উপর৷'' ঐ অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে আসা মেয়রদের প্রতিনিধিত্ব করছিলেন তিনি৷ বলছিলেন, শহুরে জীবনযাত্রাকে আরও সুন্দর করে তুলতে তাঁরা সকলে মিলে কাজ করা শুরু করেছেন৷
ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত বাণী রয়েছে৷ তিনি বলেছিলেন, ‘‘সত্তর হাজার গ্রামের উপর নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ৷'' ‘মিপিম' এর সেই জনসমাগমে মহাত্মা গান্ধীর উদ্ধৃতির কথা উল্লেখ করে জনসন বলেন, শহরগুলোর প্রয়োজনেই শহরগুলোর সঙ্গে সঙ্গে এর সাথে গ্রামগুলোকেও এর মধ্যে রেখে নগর পরিকল্পনা করতে হবে৷ কারণ গ্রামের সঙ্গে মানুষের শেকড়ের টান রয়েছে৷ তিনি বলেন, শহর মানে এমন জায়গা যেখানে পড়ালেখার এবং কাজের ভালো সুযোগ রয়েছে৷ সেই সঙ্গে যে জায়গাটিতে অপেক্ষাকৃত কম দূষণ হবে৷
‘রয়্যাল ইন্সটিটিউট অফ চ্যাটার্ড সার্ভে' বা আরআইসিএস এর সভাপতি রবার্ট পেটো সম্মেলনে বলেন, ১৯০০ সালে পৃথিবীর প্রায় ১৪ শতাংশ মানুষ শহরে বাস করতেন৷ ১৯৫০ সালে যা বেড়ে দাঁড়ায় ৩০ শতাংশে এবং এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে৷ বর্তমানে বিশ্বে চারশ'রও বেশি শহর রয়েছে, যে শহরগুলোর লোকসংখ্যা দশ লাখের বেশি৷ এই শহরগুলোর মধ্যে আবার ১৯টিতে ১ কোটিরও বেশি মানুষ বাস করে৷
শহরের লোকসংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী চল্লিশ বছর পর শহরগুলোকে বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন