গ্রামীণ ব্যাংক ছাড়লেন ড. ইউনূস?
২৩ ডিসেম্বর ২০১০তবে সমকাল তাদের শিরোনামে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছে৷ এর মানে গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনূস কী আসলেই পদত্যাগ করেছেন কী না সেটা পত্রিকাটিও নিশ্চিত নয়৷ কিন্তু যুগান্তরের শিরোনামে প্রশ্নবোধক চিহ্ন নেই৷ তবে কোথা থেকে তারা এ ব্যাপারে নিশ্চিত হলেন সেই সূত্রের উল্লেখ করেনি যুগান্তর৷ এদিকে সমকাল বলছে, অর্থমন্ত্রীর কাছে পদত্যাগপত্রটি জমা দেওয়া হয়েছে৷ তবে কোনো সূত্র থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি সমকাল৷
উইকিলিক্সে বাংলাদেশ
গার্ডিয়ানে যে অংশটুকু প্রকাশিত হয়েছে তাতে মূলত চারটি বিষয় এসেছে৷ এগুলো হলো ব়্যাবের প্রশিক্ষণ, ফুলবাড়ী কয়লা খনি প্রসঙ্গ, হাসিনা-ভারত সম্পর্কের খবর ও মাদ্রাসা শিক্ষা৷ তবে ঢাকার বেশিরভাগ পত্রিকাতে ব়্যাবের বিষয়টিই গুরুত্ব পেয়েছে৷ যেমন ডেইলি স্টার, প্রথম আলো, ইত্তেফাক আর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, ব়্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় এর সদস্যদের প্রশিক্ষণ দিতে চায়নি যুক্তরাষ্ট্র৷ কিন্তু যুক্তরাজ্য ঠিকই প্রশিক্ষণ দিয়েছে৷ এ ব্যাপারে প্রথম আলো দুদেশের প্রতিক্রিয়া ছেপেছে৷ আর সমকাল বলছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলো ব়্যাবের তীব্র সমালোচনা করলেও ব়্যাবকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাজ্যই৷ কালের কন্ঠ ফুলবাড়ী কয়লা খনি প্রসঙ্গটিকে বেশি গুরুত্ব দিয়েছে৷ তাদের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার অনুমতি দিতে যুক্তরাষ্ট্র সরকারকে চাপ দিয়েছিল৷ আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐক্যমত পোষণ করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, বলছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এছাড়া এই অনলাইন সংস্থাটি বলছে, হাসিনার বিরুদ্ধে 'ভারত-ঘনিষ্ঠতা', এই প্রচার বিষয়ে ভারত সতর্ক, বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মনে করেন৷
সাকা চৌধুরীর অবস্থা
সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনের আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷ সব পত্রিকায় আছে খবরটি৷ এদিকে প্রথম আলো বলছে, সাকার মুক্তির জন্য চট্টগ্রাম বিএনপি নেতারা আন্দোলন করতে আগ্রহী নন৷ কারণ তারা মনে করছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তার দল নয়, একজন বিতর্কিত নেতার ওপর সরকারের আঘাত৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম