1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রেটার বিরুদ্ধে মামলা ভারতীয় পুলিশের!

৫ ফেব্রুয়ারি ২০২১

কৃষকদের সমর্থনে টুইট করেছিলেন গ্রেটা টুনব্যার্গ। তারপরেই তাঁর টুইটকে সামনে রেখে মামলা করেছে পুলিশ।

https://p.dw.com/p/3ovU6
গ্রেটা টুনব্যার্গ
ছবি: Steffen Trumpf/dpa/picture alliance

১৮ বছরের গ্রেটা টুনবার্গ এখন ভারতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গত বুধবার এই পরিবেশকর্মী টুইট করে ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ একটি এফআইআর দায়ের করে। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, গ্রেটার বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। গ্রেটা তার উত্তরও দিয়েছিলেন। শুক্রবার নিজেদের অবস্থান থেকে সামান্য সরেছে পুলিশ। বলা হয়েছে, এফআইআর-এ সরাসরি গ্রেটার নাম বলা হয়নি। কিন্তু তাঁর টুইটের উল্লেখ করা হয়েছে।

পরিবেশ আন্দোলনকারী গ্রেটা প্রথম যে টুইটটি করেছিলেন, সেখানে একটি টুলবক্সের উল্লেখ ছিল। বলা হয়েছিল, ওই টুলবক্সের সাহায্যে সহজেই ভারতে আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন জানানো যাবে। দিল্লি পুলিশের দাবি, ওই টুলবক্স আসলে একটি চক্রান্ত। বিদেশ থেকে এভাবেই ভারতের কৃষক আন্দোলনকে উস্কানি দেওয়া হচ্ছে। ফলে ওই টুলবক্সের বিষয়টিকে মাথায় রেখেই এফাইআর দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দিল্লি পুলিশ এফআইআর করার পরেই গ্রেটা আরো একটি টুইট করেন। তাতে বলা হয়, যতই থ্রেট আসুক, তিনি কৃষকদের পাশেই থাকবেন।

স্বাভাবিক ভাবেই গ্রেটার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় দেশের একাংশের মানুষ তার সমালোচনা শুরু করেন। অনেকেই প্রশ্ন তোলেন, ক্যাপিটলে হামলার পর যদি ভারতীয়রা, এমনকী, দেশের মন্ত্রীরা টুইট করতে পারেন, তাহলে ভারতের কোনো ঘটনায় বিদেশের কেউ টুইট করে সমর্থন জানাতে পারেন না কেন? সরকারের অপছন্দের বিষয় হলেই কি তার বিরুদ্ধে এফআইআর করতে হবে?

এফআইআর-এ সরাসরি সিডিশন বা দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করা হয়েছে। মামলাটি ফৌজদারি।

শুক্রবার সকালে অবশ্য পুলিশ জানিয়েছে, গ্রেটা নয়, ওই টুলবক্সের অচেনা প্রণেতার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। যা শুনে কোনো কোনো পক্ষের প্রশ্ন, সমালোচনার মুখে কি পুলিশ বিবৃতি বদলালো? নাকি শুরু থেকেই বিষয়টি এমন ছিল!

পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেছেন, দেশের সুরক্ষা সবার আগে। দেশের সার্বভৌমত্বর প্রশ্নটি যেখানে জড়িত, সেখানে যে কারো বিরুদ্ধেই এফআইআর হতে পারে।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)