1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

গ্রেপ্তার হলেন ইমরান খান

৯ মে ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি মামলায় জামিন নিতে আদালতে হাজির হলে আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে।

https://p.dw.com/p/4R5H6
Pakistan Ex-Premierminister Imran Khan
ছবি: Imran Khan/Twitter/REUTERS

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘‘ইমরানকে মঙ্গলবার আদালত প্রাঙ্গণ থেকে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর এজেন্টরা গ্রেপ্তার করেছে।’’

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেন, "খান ইসলামাবাদ হাইকোর্টের গেট দিয়ে প্রবেশ করার কিছুক্ষণ পরেই আধাসামরিক বাহিনী এবং সাঁজোয়া যানে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ভেতরে প্রবেশ করে।"


প্রত্যক্ষদর্শীরা দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, "সাঁজোয়া যান দিয়ে গেট বন্ধ করে খানকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে।"

গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটের মাধ্যমে বরখাস্ত হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 

জেকে/ দ্য গার্ডিয়ান