সাগর-রুনি তদন্ত
২১ মার্চ ২০১২সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ১৮ দিন পর, হাইকোর্ট এই মামলার তদন্ত এবং তার অগ্রগতি রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেয় তদন্তকারীদের৷ আর এই রিপোর্ট দাখিলে তাদের ২ সপ্তাহ সময় দেয়া হয়৷ কিন্তু ২ সপ্তাহ পার হয়ে গেলেও, তারা আদালেতে তদন্ত রিপোর্ট দাখিল করেনি৷ তাই হাইকোর্টর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বপ্রণোদিত হয়ে আবারো রুল জারি করেছেন৷
মঙ্গলবার ঐ রুলে আগামী ২২শে মার্চের মধ্যে পুলিশের আইজি'কে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে৷ যা সাংবাদিকদের জানান, ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন৷ তিনি জানান, তদন্তকারীরা ২ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে ব্যর্থ হওয়ায়, তারা তা আদালতে উপস্থাপন করতে পারেন নি৷
এদিকে, এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন রুনির ভাই নওশের রোমান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তাঁদের আশঙ্কা হচ্ছে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে৷ তবে তিনি বলেন, হাইকোর্টের এই আদেশের ফলে যদি প্রকৃত ঘটনা জানা যায় তাহলে তাঁরা খুশি হবেন৷
নওশের রোমান জানান, তদন্তের এই দীর্ঘসূত্রিতায় তাঁদের পুরো পরিবার এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ দেরিতে হলেও তাঁরা চান প্রকৃত অপরাধীরা যেন গ্রেফতার হয়৷ তাদের যেন বিচারের মুখোমুখি করা যায়৷
গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাঁদের ঢাকার বাসায় হত্যা করা হয়৷ এরপর একমাসেরও বেশি সময় কেটে গেছে৷ কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ