1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বিপাকে ন্যাটো

১৬ সেপ্টেম্বর ২০১২

আফগানিস্তানে উভয় সংকটে পড়েছে ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনী৷ মিত্র হিসেবে বিবেচিত আফগান সেনাদের হামলায় প্রাণ যাচ্ছে বিদেশি সেনাদের৷ অন্যদিকে, বেসামরিক প্রাণহানির ঘটনায় সমালোচনার মুখে পড়ছে ন্যাটো৷

https://p.dw.com/p/16A1L
Afghan policemen keep watch near the remains of a suicide attack victim in the city's diplomatic quarters, home to many Western embassies, in Kabul on September 8, 2012. A teenage suicide bomber struck outside NATO headquarters in Kabul on September 8, killing six people, including child hawkers, as Afghanistan marked a public holiday, officials said. The attack took place as government dignitaries assembled in Kabul to commemorate 11 years since the death of Ahmad Shah Massoud, an iconic anti-Taliban commander two days before 9/11. AFP PHOTO/ SHAH Marai (Photo credit should read SHAH MARAI/AFP/GettyImages)
ছবি: Shah Marai/AFP/GettyImages

ন্যাটোর বিমান হামলায় রবিবার প্রাণ হারিয়েছে কমপক্ষে সাত আফগান নারী৷ আফগানিস্তানের উত্তরাঞ্চলে এই হামলায় আহত হয়েছে আরো ছয় ব্যক্তি৷ এক স্থানীয় কর্মকর্তার বরাতে জার্মান বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে এই খবর৷ লাঘমান প্রদেশের উপ-প্রশাসক জামিয়াতুল্লাহ হামিদি এই বিষয়ে বলেন, ‘‘রান্নার জন্য কাঠ সংগ্রহের সময় হামলার শিকার হয় এই নারীরা৷''

ন্যাটোর মুখপাত্র হাগেন মেসের এই বিষয়ে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, বিমান হামলায় সম্ভবত পাঁচ থেকে আটজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷ তবে বিষয়টি আমরা নিশ্চিত করতে পারছি না৷'' তবে ন্যাটোর বিমান হামলায় ৪৫ বিদ্রোহী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন মেসের৷ তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে৷' তালেবান অবশ্য দাবি করেছে, বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে৷

এদিকে, আফগানিস্তানের দক্ষিণে মিত্র হিসেবে বিবেচিত আফগান পুলিশের সন্দেহভাজন হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চার বিদেশি সেনা৷ জাবুল প্রদেশে এই ঘটনা ঘটেছে৷ স্থানীয় এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাবুলে মার্কিন সেনারা অবস্থান করছে এবং নিহত চার সেনা মার্কিন নাগরিক৷

ন্যাটো নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর অ্যাডাম ওজেক এই বিষয়ে বলেন, ‘‘পার্শ্ববর্তী একটি নিরাপত্তা চৌকি থেকে ‘রেসপন্স টিম' ঘটনাস্থলে পৌঁছে চার ন্যাটো সেনাকে মৃত এবং দুই সেনাকে আহত অবস্থায় দেখতে পায়৷''

ওজেক জানান, জোটের সৈন্যদের সঙ্গে এক আফগান পুলিশ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে৷ তবে অপর পাঁচ আফগান পুলিশ, যারা বিদেশি সেনাদের সঙ্গে ছিল, উধাও হয়ে গেছে৷

প্রসঙ্গত, আফগানিস্তানে বিদেশি সেনাদের উপর সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা ক্রমশ বাড়ছে৷ চলতি সপ্তাহান্তে এধরনের ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বিদেশি সেনা৷ চলতি বছরে এধরনের হামলায় নিহতের সংখ্যা ৫১৷ বিদেশি সেনাদের উপর এধরনের হামলা বেড়ে যাওয়ায়, আপাতত আফগান নিরাপত্তা বাহিনীতে নিয়োগ পাওয়া নতুন সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান স্থগিত রেখেছে ন্যাটো৷

এআই / এএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য