ঘুরতে গিয়ে ভিড় থেকে দূরে থাকতে চান?
পর্যটকদের জন্য আকর্ষণীয় শহরগুলোতে ভিড় লেগেই থাকে৷ ধরুন, আপনি সেই শহরগুলোতে যেতেও চান এবং ভিড়ও এড়িয়ে থাকতে চান৷ তাহলে কী করবেন? আপনার জন্যই ছবিঘরটি৷
ভেনিস নয় কিওদজা
ইটালির ভেনিস (ডান দিকের ছবিটি) খুব সুন্দর জায়গা বটে৷ কিন্তু পর্যটকদের ভিড়ে ডুবে থাকে সারাটি বছর৷ বছরে তিন কোটি পর্যটক আসেন এই পানিতে নিমজ্জিত শহরে৷ এখন আপনি যদি ভেনিসের স্বাদ নিতে চান এবং ভিড় থেকেও দূরে থাকতে চান, যেতে পারেন কিওদজায় (বামের ছবিটি)৷ ছোট্ট এই শহরটিও ভেনিসের মতো খাল, সেতু, ছোট ছোট গলি আর রঙিন ঘর দিয়ে ভর্তি, অথচ মানুষের জট নেই৷
আমস্টারডাম নয়, উট্রেখট
ডানের ছবিটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের৷ যাদের অভিজ্ঞতা আছে, তারা জানেন কত মানুষ সেখানে৷ এর বদলে আপনি যেতে পারেন উট্রেখট (বামে)৷ শান্ত, সুনিবিড় এক শহর৷ এমনকি আমস্টারডামের জমজমাট সব আয়োজনও আছে এখানে৷
সেভিয়া যান, বার্সেলোনা এড়ান
বছরে দুই কোটি ৭০ লাখ পর্যটক যান বার্সেলোনায় (ডানে)৷ বিশেষ করে রাম্বলায় যেন হুমড়ি খেয়ে পড়েন ভ্রমণপিপাসুরা৷ কিন্তু আপনি সেভিয়ার প্যালেস অফ দ্য কিংস (বামে) দেখেছেন কি? সেভিয়াতেও অনেক পর্যটক যান৷ কিন্তু বার্সেলোনার মতো নয়৷ আর আন্দালুসিয়ার জীবন সঙ্গে একটু ফ্লেমেঙ্কো, সেভিয়ায় ঘুরে বেড়ানোটা কেমন অসাধারণ হবে বলুন তো৷
দুব্রোভনিক না স্প্লিট
ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে (ডানে) দিন দিন পর্যটকদের ভিড় বেড়েই চলেছে৷ বিশেষ করে ‘গেম অফ থ্রোনস’-এর কিছু অংশ সেখানে শুটিং হবার পর থেকে৷ কিন্তু ভিড় এড়িয়ে চলতে চান যারা তারা যেতে পারেন আরেক ক্রোয়াট শহর স্প্লিটে (বামে)৷
প্রাগ? না রেগেনসবুর্গ?
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ (ডান) অসাধারণ সুন্দর জায়গা৷ কিন্তু এত মানুষ যান সেখানে যে সবকিছুতেই লাইন ধরতে হয়৷ এর বদলে যে কেউ বাভেরিয়ার রেগেনসবুর্গ (বামে) যেতে পারেন৷ কাঠামোগতভাবে দেখতে একেবারে প্রাগের মতো৷ ডানয়ুবে ক্রুজ বোটে চড়ার সুযোগ যেমন আছে, তেমনি আছে একটি ক্যাথিড্রাল ও ইউনেস্কোর তালিকাভুক্ত ওল্ড টাউন ও বিখ্যাত ব্রিজ, ঠিক প্রাগের চার্লস ব্রিজের মতো৷
লন্ডন বাদ দিয়ে যান লিডস
লন্ডনের সিটি সেন্টার এতটাই জনবহুল যে মানুষ ময়লা ফেলার জায়গা পর্যন্ত খুঁজে পান না৷ তাই যে কেউ লন্ডন না গিয়ে দেশটির অন্য কোনো শহরে যেতে পারেন৷ যেমন লিডস (বামে)৷ একসময়কার শিল্পকেন্দ্রটি এখন আঁকিয়েদের মিলনমেলা৷ আর রাতে হয়ে ওঠে জমকালো৷
লিসবন বনাম পোর্তো
পর্তুগালের রাজধানী লিসবনের (ডানে) জনসংখ্যা পাঁচ লাখ৷ আর গড়ে ছয় লাখ পর্যটক শহরটি ভ্রমণ করেন৷ বিকল্প হতে পারে পোর্তো (বামে)৷ এখানকার পোর্ট ওয়াইনই শুধু বিখ্যাত নয়, এর ওল্ড টাউন ইউনেস্কোর সংরক্ষিত তালিকার অন্তর্ভূক্ত৷
বেলোনিয়ায় গেছেন?
ইটলির রোম গেছেন অনেকে৷ কিন্তু বেলোনিয়া (বামে)? মধ্যযুগীয় সব দালান ও অসংখ্য মিউজিয়ামে ভরপুর এই শহর৷ ইউরোপের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়টি এখানে অবস্থিত৷ খাবারও অসাধারণ৷
ভিয়েনা নয়, গ্রাজ
ডানদিকের ছবিটি অস্ট্রিয়ার ভিয়েনার৷ ২০১৮ সালে এক কোটি ৬৫ লাখ লোক রাতে থেকেছেন এখানে৷ যাদের কাছে সংখ্যাটি বড় মনে হচ্ছে, তারা থাকতে পারেন গ্রাজে৷ এখানেও আছে অসংখ্য আকর্ষণীয় জায়গা এবং ভিয়েনার মতোই কফি সংস্কৃতি৷
মায়োর্কা থেকে মন উঠে গেছে? যান মেনোর্কায়
মায়োর্কা হলো ট্যুরিস্টদের জায়গা৷ স্প্যানিশ দ্বীপটিতে এত মানুষ যান যে অনেকের মাথা ঘুরতে থাকে৷ কিন্তু আপনি যেতে পারেন মায়োর্কার ‘ছোট বোন’ মেনোর্কায় (বামে)৷ মায়োর্কার মতো পার্টি হটস্পট না হলেও দ্বীপের সৌন্দর্য্য পুরোটাই আছে এখানে৷