ঘুষ দিয়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার!
৩১ মে ২০১১সোমবার ফিফা মহাসচিব জেরোম ভাল্কের ফাঁস হয়ে যাওয়া এই ই-মেইলে বলা হয়, বিশ্বকাপের আয়োজক হতে ফিফা সদস্যদের ঘুষ দেয় কাতার৷ ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার গণমাধ্যমের কাছে এই ই-মেইল ফাঁস করে দেন৷
জেরোম ঐ ই-মেইল পাঠানোর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন৷ ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ ফুটবলের জন্য গত ডিসেম্বরে আয়োজক দেশ নির্বাচন করে ফিফা৷ ২০১৮ সালের বিশ্বকাপের দায়িত্ব পায় রাশিয়া৷ আর ২০২২ সালের আয়োজক দেশ নির্বাচিত হয় কাতার৷
আয়োজক হতে ব্যর্থ হয় ব্রিটেন৷ তখন থেকেই ব্রিটেনের ফুটবল সংগঠকরা অভিযোগ করে আসছেন, ফিফা কর্মকর্তারা ঘুষ খেয়ে তাদের বিপক্ষে রায় দিয়েছেন৷
এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট ও কাতারের নাগরিক মোহাম্মদ বিন হাম্মাম ছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী৷ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে রোববার তাঁকেও সাময়িকভাবে বরখাস্ত করে ফিফা৷ বিষয়টি তদন্তের জন্য তাদের ফিফার এথিকস কমিটিতে তলব করার পর রোববার নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন হাম্মাম৷ দীর্ঘ ৯ বছর পর আগামীকাল জুরিখে এই নির্বাচন হওয়ার কথা৷
ফিফার নির্বাহী কমিটির ২৪ সদস্যের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গত বছরও দুর্নীতির অভিযোগ উঠেছিলো৷ ফলে এই সংস্থাটি বড় ধরণের সঙ্কটে পড়েছে৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: জাহিদুল হক