ঘুষ নিয়ে ভাইরাল নাইজেরিয়ার গভর্নর
১৬ অক্টোবর ২০১৮এই ভিডিও প্রকাশ করায় পোর্টালটির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন গভর্নর গান্ডুইয়ে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিডিওতে দেখা যায় কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে বেশ কয়েক তাড়া নোট নিচ্ছেন তিনি৷
পোর্টালটির প্রকাশ করা সংবাদে অভিযোগ করা হয়েছে, প্রদেশের যে-কোনো প্রকল্পে ১৫ থেকে ২৫ শতাংশ ঘুষ নিয়ে থাকেন গভর্নর৷
প্রথম ভিডিওটি প্রকাশের পরপরই গভর্নর গান্ডুইয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং পোর্টালটির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন৷ এরপর দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ করে ডেইলি নাইজেরিয়ান৷
প্রথম ভিডিওটিতে কোনো শব্দ ছিল না, শুধু মিউজিক জুড়ে দেয়া ছিল৷ ফলে অনেকেই ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ তবে দ্বিতীয় ভিডিওটিতে ব্যবসায়ী এবং গভর্নরের কণ্ঠ পরিষ্কার শোনা যাচ্ছে৷
এমনকি কেউ যাতে দেখে না ফেলে সেজন্য গভর্নরকে নোটের বান্ডিল তাড়াতাড়ি পকেটে ভরে ফেলতেও দেখা যায় ভিডিওতে৷
ডেইলি নাইজেরিয়ানের ওয়েবসাইটে প্রকাশ করা ভিডিও প্রতিবেদনটি দেখেছেন ১৯ লাখেরও বেশি মানুষ৷
এডিকে/এসিবি