চবি'তে যৌন নিপীড়ন: আটক ৪, অভিযুক্ত ৩ ছাত্র আজীবন বহিষ্কার
২৩ জুলাই ২০২২বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বার্ষিক সিনেট সভায় উপাচার্য এ ঘোষণা দেন তিনি৷
গত এক বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ জন ছাত্রী হেনস্থার শিকার হয়েছেন৷ এর আগের ঘটনাগুলোতে একজনও গ্রেপ্তার হয়নি৷ এবার এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারনের চেষ্টার পর আন্দোলনে ফেটে পড়েন শিক্ষার্থীরা৷ অবশেষে এই যৌন নিপীড়নের ঘটনার সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব৷ গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে৷
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঘটনার হোতা আজিম হোসাইন নিজের মোবাইল দিয়ে ভিডিও ধারণের কথা স্বীকার করেছে৷ এই ঘটনাটির সঙ্গে ৬ জনের সম্পৃক্ততার কথা তারা নিজেরাই স্বীকার করেছে৷ এর মধ্যে তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনজন স্থানীয় বহিরাগত৷ আটক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের আজিম হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের নুর হোসেন শাওন ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের নুরুল আবছার বাবু৷ বহিরাগতরা হলেন মো. সাইফুল, হাটহাজারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা ও মো. সাইফুল৷ তাদের মধ্যে দুই সাইফুল ছাড়া বাকিরা গ্রেপ্তার হয়েছে৷''
র্যাব কর্মকর্তা এম এ ইউসুফ বলেন, ‘‘শুক্রবার ঘটনার মূল অভিযুক্ত আজিমকে গ্রেপ্তার করা হয়৷ সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের পাশেই তার বাড়ি৷ তার নেতৃত্বে পুরো ঘটনা ঘটেছে৷ তাকে গ্রেপ্তারের পর আমরা বাকিদের নাম পাই৷ আজিম এর আগেও ছাত্রীদের ইভটিজিং করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে৷ বিশ্ববিদ্যালয়ের পাশে বাড়ি হওয়ার সুবাদে নিজেকে অনেক ক্ষমতাধর মনে করত সে৷''
সেদিন যা ঘটেছিল
র্যাব-৭-এর অধিনায়ক জানান, অভিযুক্তদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, সেদিন রাত ১০টা-সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী তার এক বন্ধুসহ হলের দিকে ফিরছিলেন৷ আজিম ও তার গ্রুপটি মোটরসাইকেল নিয়ে রাতে ঘোরাঘুরি ও আড্ডা দিতে থাকে৷ ঘোরাঘুরির সময় হঠাৎ তাদের নজরে আসে, একটি ছেলে ও একটি মেয়ে বোটানিক্যাল গার্ডেনের দিক থেকে হেঁটে আসছে, জায়গাটি একটু নির্জন৷ শুরুতে তারা গিয়ে ভুক্তভোগীদের চার্জ করে৷ ছাত্রীর সঙ্গে থাকা ছেলেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না৷ অভিযুক্তরা তাদের কাছে গিয়ে এত রাতে বাইরে থাকার কারণ জিজ্ঞেস করে৷ ছেলেটির কাছে দাবি করা হয় চাঁদা৷ একপর্যায়ে তাদের মোবাইল কেড়ে নেয়া হয়৷
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এরপরই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়৷ পরে ছয়জন তাদের ওপর চড়াও হয়৷ ছেলেটিকে আটকে রেখে মেয়েটিকে তারা নির্যাতন করে৷ প্রথমে চড়-থাপ্পড় মারে, তারপর বিবস্ত্র করে ভিডিও ধারণের চেষ্টা করে৷ ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ ও টাকা পয়সা নিয়ে নেওয়ার পর তারা (জড়িতরা) ঘটনাস্থল ত্যাগ করে৷ তখন ভুক্তভোগীরা একটি হলে গিয়ে এক ছাত্রের মোবাইল থেকে ফোন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ জানায়৷
শনিবার সকালে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘‘অভিযুক্ত সবাই বলছে তারা ছাত্রলীগ সমর্থন করে৷''
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ডয়চে ভেলেকে বলেন, ‘‘এরা বগিভিত্তিক সংগঠন সিএফসির সদস্য৷ এর দায় ছাত্রলীগ নেবে না৷ বিশ্ববিদ্যালয় আইনি ব্যবস্থা নেবে৷ ঘটনার পরপরই আমরা চেষ্টা করেছি অভিযুক্তদের খুঁজে বের করে র্যাবের হাতে ধরিয়ে দিতে৷ কোন ব্যক্তির অপরাধের দায় তো সংগঠন নেবে না৷ এখন আসলে কিছু হলেই সবাই ছাত্রলীগকে অভিযুক্ত করার জন্য উঠে পড়ে লেগে যায়৷''
বিশ্ববিদ্যালয়ের তদন্তে যা এসেছে
ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়াকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি রিপোর্টও দিয়েছে৷ সেখানে তারা দুই জনের নাম পাওয়ার কথা জানিয়েছিল৷ তাদের একজন মূল অভিযুক্ত মোহাম্মদ আজিম হোসাইন ও ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান হৃদয় (বান্টি)৷
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানিয়েছেন, ‘‘র্যাবের সংবাদ সম্মেলনে হৃদয়ের সম্পৃক্ততার তথ্য আসেনি৷ র্যাব কর্মকর্তারা বলছেন, ভুল করে হয়ত হৃদয়ের নাম তদন্ত কমিটি বলে থাকতে পারে৷''
এবার কেন আন্দোলন
১৭ জুলাই ওই ছাত্রী নির্যাতনের শিকার হওয়ার পর ক্যাম্পাস এমনিতেই থমথমে ছিল৷ তারপর আবার গত ১৯ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এতে আরও ক্ষুব্ধ হয় ছাত্রীরা৷ এরপর ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের বাধ্যবাধকতা বাতিল এবং নিরাপদ ক্যাম্পাসসহ চার দফা দাবিতে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে ২০ জুলাই অবস্থান কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরা৷ রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন৷ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেখানে গিয়ে বলেন, ‘চার কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে, না হলে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াবো৷' তার এই আশ্বাসে ছাত্রীরা আশ্বস্ত হয়ে রাত সাড়ে ১২টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা করে হলে ফিরে যায়৷ পরদিন থেকে আবারও ক্যাম্পাসে আন্দোলন শুরু করে বাম ছাত্র সংগঠনগুলো৷
আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফি নিতু ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণেই বারবার ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে৷ এখন চার জন গ্রেফতার হলেও আমাদের আন্দোলন চলবে৷ চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোল বন্ধ করা হবে না৷ আমরা দেখেছি, সবগুলো ঘটনার সঙ্গেই ছাত্রলীগের কোন না কোনভাবে সম্পৃক্ততা পাওয়া যায়৷ ফলে অপরাধীদের বিরুদ্ধে কখনই ব্যবস্থা নেওয়া হয়নি৷ ফলে দিন দিন ক্যাম্পাস ছাত্রীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে৷ এ কারণেই আমাদের আন্দোলন৷''
এক বছরে আট ছাত্রীকে হেনস্তা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও শাটল ট্রেনে গত এক বছরে ছাত্রী যৌন হয়রানি ও হেনস্তার অন্তত আটটি ঘটনা ঘটেছে৷ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগও গেছে৷ কোনো কোনো ক্ষেত্রে তদন্ত কমিটিও গঠিত হয়েছে৷ কিন্তু ভুক্তভোগীরা বলছেন, আজ পর্যন্ত একটিও অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু বিচার হয়নি৷ আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট৷
উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগে গঠিত হয় ‘যৌন হয়রানি নিপীড়ন নিরোধ কেন্দ্র'৷ কমিটির আহ্বায়ক হচ্ছেন উপাচার্য শিরীন আখতার৷ এ কমিটির কাছে তিনটি ঘটনার অভিযোগ জমা পড়লেও এখন পর্যন্ত একটিরও প্রতিবেদন প্রকাশিত হয়নি৷ কমিটির মেয়াদ পার হয়ে গেলেও নতুন করে আর কমিটি হয়নি৷
গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হেনস্তার শিকার হন দুই ছাত্রী৷ জড়িত চার জনই শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির কর্মী৷ এর বিচারও ছিল তদন্ত কমিটি গঠন পর্যন্তই৷ এরপর গত ১১ অক্টোবর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক নির্মাণশ্রমিককে আটক করেন শিক্ষার্থীরা৷ তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে বিষয়টি স্বীকার করে সে৷ পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়৷ গত ৩০ জুন ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে এক অটোরিকশা চালক৷ এ ঘটনায় প্রক্টরিয়াল বডি একটি মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেয়৷ একই দিন এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে ছাত্রলীগের একজন কর্মীর বিরুদ্ধে৷ ঐ ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন৷ তবে কোনো প্রতিকার পাননি৷ এর আগে গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে ধর্ষণচেষ্টার শিকার হন এক ছাত্রী৷ অজ্ঞাতনামা দুই যুবকের বিরুদ্ধে ঐ অভিযোগ ওঠে, সাড়ে তিন মাস হতে চললেও এখনো কাউকে শনাক্তই করা যায়নি৷ সর্বশেষ, গত ১৭ জুলাই প্রীতিলতা হল এলাকায় যৌন নিপীড়নের শিকার হন এক ছাত্রী৷ এ সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণও করা হয়৷