চরে ভেসে ওঠা তিমি
১৪ জানুয়ারি ২০১৬বিজ্ঞাপন
ইন্টারনেটে তিরুচেন্দুর সমুদ্রতটের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, মাইলের পর মাইল ধরে বালিতে মুখ গুঁজে পড়ে থাকা মরা তিমি মাছ৷ মানুষজন ভিড় করে দেখছেন, কিছুটা বিমূঢ়, কিছুটা নিষ্পৃহ৷ অথচ এ এক মর্মান্তিক দৃশ্য৷ তিমি মাছেরা সম্ভবত জলের তলায় বোট কিংবা জাহাজের ইঞ্জিন ইত্যাদির আওয়াজে তাদের দিকনির্ণয়ের ক্ষমতা হারিয়ে ফেলে৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, এক জেলে কিভাবে একটি তিমিকে ঠেলে আবার সাগরে ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু তিমি বার বার আবার তটমুখো হচ্ছে৷
টিউটিকরিনে এ ধরনের ঘটনা এই প্রথম নয়৷ ১৯৭৩ সালে মোট ১২০টি তিমি ঠিক এভাবেই তটে ভেসে উঠেছিল৷
সারা বিশ্ব জুড়ে আজও সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি চলেছে৷ বুধবার সকালের খবর: নেদারল্যান্ডসের টেক্সেল দ্বীপে যে পাঁচটি স্পার্ম হোয়েল ভেসে উঠেছিল, তাদের একটিকেও বাঁচানো যায়নি৷
এসি/ডিজি